আগামী ৮ মে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফল ঘোষণা হবে। উচ্চমাধ্যমিকের পরই শুরু হয় জীবনের আসল লড়াই। সঠিক কোর্স বেছে নিতে পারলে ভবিষ্যতের পেশাগত জীবন সুন্দর হয়। উচ্চমাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীরা মূলত তিনটি স্ট্রিমে পড়াশোনা করেন। সেগুলি হল আর্টস (Arts), সায়েন্স (Science) ও কমার্স (Commerce)। উচ্চমাধ্যমিকের পর ভবিষ্যতে কী নিয়ে পড়া যায়, তা নিয়ে অনেক সময় অনেকেই চিন্তিত থাকেন। কারণ সঠিক বিষয় ও দিকটা বেছে নেওয়াটা গুরুত্বপূর্ণ। তবেই কেরিয়ার গড়া সহজ হয়ে যায় অনেকাংশে। আজকে আমরা সয়েন্স বিভাগের ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে কী নিয়ে পড়তে পারেন, তা নিয়ে আলোচনা করব। আমরা জানাব উচ্চমাধ্যমিকের পর কী কী কোর্স নিয়ে পড়তে পারেন।
উচ্চমাধ্যমিকে সায়েন্স থাকা পড়ুয়াদের একটি বড় সুবিধা হল যে সায়েন্সের পাশাপাশি তাঁরা সমস্ত নন-সায়েন্স স্ট্রিমেও ক্যারিয়ার গড়তে পারেন। ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিন থেকে কম্পিউটার সায়েন্স এবং তার বাইরেও। আসুন ভারতের কয়েকটি শীর্ষ কোর্সের সম্পর্কে জানি, যা শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক শেষ করার পরে উচ্চশিক্ষার জন্য বিবেচনা করতে পারেন।
উচ্চমাধ্যমিকের পর সেরা কোর্সের তালিকা (Courses after Class 12th for Science students):
বিএ/বিটেক (BA/BTECH)
এমবিবিএস বা ডাক্তারি(MBBS)
ব্যাচেলর অফ আর্কিটেকচার (BArch)
বিএসসি(BSC)
ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (Bachelor in Computer Applications)
বিএসসি-আইটি এবং সফ্টওয়্যার (Bachelor of Science (in IT & Software))
পোস্ট বেসিক নার্সিং (Post Basic BSc - Nursing)
ব্যাচেলর অফ ফার্মেসি (BPharma)
জনপ্রিয় আর্টস কোর্সের তালিকা:
হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে বিএ (BA in Humanities & Social Sciences)
বিএ ইন আর্টস (BA in Arts (Fine/Visual/Performing)
ব্যাচেলর অফ ফাইন আর্টস (Bachelor of Fine Arts)
বিএ ইন ডিজাইন (Bachelor of Design)
বিএসসি ইন ডিজাইন (Bsc of Design)
বিএ এলএলবি (BA LLB)
বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল (Bachelor of Science in Hospitality & Travel)
ব্যাচেলর অফ হসপিটাল অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট (BHM in Hospitality & Travel)
বিএ ইন হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল (BA in Hospitality & Travel)
ব্যাচেলর ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (Bachelor of Journalism & Mass Communication)
ব্যাচেলর ইন জার্নালিজম (Bachelor of Journalism)
ব্যাচেলর অফ ম্যাস মিডিয়া (Bachelor of Mass Media)
ডিপ্লোমা ইন এডুকেশন (DEd)
কমার্স বিভাগের এই কোর্সগুলিতেও ভর্তি হতে পারেন
বিকম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড কমার্স (BCom in Accounting and Commerce)
বিবিএ এলএলবি (BBA LLB)