Eastern Railway Recruitment 2022: রেলে চাকরির দারুণ সুযোগ। পূর্ব রেলে নিয়োগ করা হবে। সে ব্যাপারে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ব্য়াপারে আরও তথ্য় জেনে নেওয়া যাক।
অনলাইনে আবেদন
পূর্ব রেলের এই চাকরির জন্য অনলাইনে সহজে আবেদন করা যাবে। এখানে শূন্যপদের সংখ্যা ২১। আবেদনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদন করার জন্য রেলের সরকারি ওয়েবসাইট রয়েছে। সেটা হল- www.rrcer.com।
গুরুত্বপূর্ণ তারিখ
ওয়েবসাইটে নোটিফিকেশন প্রকাশ - ২৬ অগাস্ট
আবেদন করার সময় - ৩০ অগাস্ট, সকাল ১০টা থেকে
আবেদন করার শেষ দিন - ২৯ সেপ্টেম্বর, বিকেল ৬টা পর্যন্ত
ট্রায়ালের সম্ভাব্য সময় - চলতি বছরের নভেম্বর অথবা ডিসেম্বর
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, এ ব্য়াপারে যাবতীয় তথ্য সরকারি ওয়েবসাইট থেকে মিলবে। www.rrcer.com এই ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হবে।
কোন পদে নিয়োগ করা হবে
পূর্ব রেলে স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে। কোন খেলার জন্য কতগুলো পদ, সরকারি বিজ্ঞাপনে এ ব্য়াপারে বিস্তারিত তথ্য রয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কাছে আর্জি, আবেদন করার আগে সরকারি বিজ্ঞাপন ভাল করে পড়ে নেওয়ার। সেখানে গ্রুপ সি লেভেল - ৪ এবং ৫ এবং গ্রুপ সি লেভেল - ২ এবং ৩-এ নিয়োগ করা হবে। প্রথমটির জন্য শূন্যপদের সংখ্যা ৫। আর দ্বিতীয়টির জন্য ১৬ জনকে নিয়োগ করা হবে।
শিক্ষার যোগ্যতা এবং বয়স
গ্রুপ সি লেভেল - ৪ এবং ৫-এর জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করা হবে। এবং গ্রুপ সি লেভেল - ২ এবং ৩-এর জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লাস টুয়েলভ বা দ্বাদশ পাশ করা থাকতে হবে। বিজ্ঞাপনে বিস্তারিত তথ্য রয়েছে।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। আর সর্বোচ্চ বয়স ঠিক হয়েছে ২৫ বছর।
আরআরবি-র ওয়েবসাইট দেখার জন্য এখানে ক্লিক করুন।
সরকারি বিজ্ঞাপন দেখার জন্য এখানে ক্লিক করুন।