Job News: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (EIL)। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড দেশের অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্সি। এই সংস্থা মূলত রিফাইনারি, পেট্রোকেমিক্যাল, পাইপলাইন, অফশোর, মেটালার্জি, পরিকাঠামো ও সার উৎপাদন শিল্পে কাজ করে। শুধু তাই নয়, সম্প্রতি নিউক্লিয়ার, সোলার ও ওয়েস্ট ম্যানেজমেন্টের মতো নতুন সেক্টরেও কাজ শুরু করেছে সংস্থা। এবার সেই সংস্থাতেই ভ্যাকেন্সি। হাতে মাত্র ৩ দিন। তাঁর মধ্যেই নির্দিষ্ট শূন্যপদে আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীদের। নিচে অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদনের Link দেওয়া হল।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি লাইব্রেরিতে অনুবাদকের চাকরি, লাখ টাকা বেতন! আবেদনের Link
কোন কোন পদে Vacancy?
মোট ১৯টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ইঞ্জিনিয়ার এবং জুনিয়র সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদ। কেমিক্যাল (প্রসেস), প্রজেক্টস (মেকানিক্যাল, সিভিল, মেটালার্জি), ইলেকট্রিক্যাল, কনস্ট্রাকশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি এবং সেক্রেটারিয়াল সার্ভিসেস সহ বিভিন্ন ডিপার্টমেন্টে কাজের সুযোগ মিলবে। নিয়োগ হলে প্রার্থীদের কলকাতা, নয়া দিল্লি, গুরুগ্রাম, চেন্নাই, মুম্বই সহ একাধিক শহরে পোস্টিং দেওয়া হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা(Eligibility Criteria)
পদ অনুযায়ী এলিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা আলাদা। যেমন ধরুন, ডেপুটি ম্যানেজার (কনস্ট্রাকশন-সিভিল) পদে আবেদন করতে হলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই./ বি.টেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে ন্যূনতম ৬৫ শতাংশ সহ পাশের সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি অন্তত চার বছরের এক্সপেরিয়েন্স লাগবে। সেটা কোনও প্রাইভেট কোম্পানিতে কাজের অভিজ্ঞতাও হতে পারে। অর্থাৎ, কলেজের পর যাঁরা কোনও প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন আর, সরকারি চাকরির খোঁজে আছেন, তাঁদের জন্য এটি ভাল সুযোগ হতে পারে। একইভাবে বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি আছে। এই বিষয়ে বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশনের PDF দেখুন CLICK HERE: View PDF
বয়সসীমা
পদ অনুযায়ী ২৮ থেকে ৪০ বছর পর্যন্ত বিভিন্ন বয়সসীমা রয়েছে। এই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই খুঁটিয়ে দেখে নিন। রিজার্ভেশন আছে, এমন আবেদনকারীরা অবশ্যই নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন
বেতন(EIL Engineer Salary)
বেতন যথেষ্ট আকর্ষণীয়। মাসে ২৯,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,৪০,০০০ টাকা পর্যন্ত স্যালারি স্ট্রাকচার আছে। এই বিষয়ে বিশদে জানতে PDF দেখুন।
অনলাইন আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সংস্থার ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে(অফিসিয়াল ওয়েবসাইটের Link)। সমস্ত নথি সহ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫। যোগ্য প্রার্থীদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার মূল নোটিফিকেশন দেখে নিন।