Find Out Mistakes In Pictures : ছবিতে রয়েছে একটি ভুল, বলতে পারবেন? অনেকেই ফেল করেছেন

ছবিটি কিছু মানুষকে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে দেখা যাচ্ছে। একজন মহিলা হুইলচেয়ারে রয়েছেন। কেউ কেউ ফোনে ব্যস্ত। একনজরে দেখে ছবিটা একেবারেই স্বাভাবিক লাগছে। তবে এর মধ্যেই রয়েছে একটি ভুল। আপনি কি সেটা দেখতে পাচ্ছেন?

Advertisement
ছবিতে রয়েছে একটি ভুল, বলতে পারবেন? অনেকেই ফেল করেছেনছবির ভুল খুঁজে বের করুন
হাইলাইটস
  • ছবিটি দেখছেন?
  • বলুন তো কী ভুল আছে

সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের গেমস খেলা যায়। কখনও প্রশ্নের উত্তর দিতে হয় তো কখনও আবার ছবিতে লুকোনো ভুল খুঁজে বের করতে হয়। এই ধরনের গেমস খেলে বেশ মজাও পান ইউজাররা। এখানে তেমনই একটি গেমস আনা হয়েছে, যেখানে ছবির মধ্যে লুকিয়ে থাকা ভুল খুঁজে বের করতে হবে। 

ছবিতে কী আছে?
ছবিটি কিছু মানুষকে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে দেখা যাচ্ছে। একজন মহিলা হুইলচেয়ারে রয়েছেন। কেউ কেউ ফোনে ব্যস্ত। একনজরে দেখে ছবিটা একেবারেই স্বাভাবিক লাগছে। তবে এর মধ্যেই রয়েছে একটি ভুল। আপনি কি সেটা দেখতে পাচ্ছেন?

ভুলটি একেবারে সামনেই রয়েছে, তা সত্ত্বেও অনেকে সেটি ধরতে পারেননি। কেউ কেউ ভাবছেন ছবিতে কোনও ভুলই নেই। আর কেউ কেউ আবার চেষ্টা করে চলেছেন। আপনি কী ছবির ভুল খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে গিয়েছেন? তাহলে বলি, আপনাকে একদমই চিন্তা করতে হবে না। কারণ সেই সেই ভুলটি খুঁজতে আমরা আপনাকে সাহায্য করবো। 

দেখে নিন ছবির ভুল
দেখে নিন ছবির ভুল

চলুন জেনে নেওয়া যাক ভুলটি
ছবিটি দেখতে মোটামুটি সাধারণ। তবে ভাল করে দেখলে দেখবেন ছবির সামনে একজন বয়স্ক মহিলা রয়েছেন। তাঁর হাতে একটি লাঠিও রয়েছে। কিন্তু সেই লাঠিটি উল্টো। এটিই হল ছবিটির ভুল।

আরও পড়ুনঅক্টোবরে ৬ রাশির পোয়া বারো, সৌভাগ্য-সাফল্যে ভরপুর

 

POST A COMMENT
Advertisement