scorecardresearch
 

Tricky Interview Questions : কোন প্রাণীদের রক্ত নীল? জানুন সঠিক উত্তর

General Knowledge Questions : সরকারি চাকরি পাওয়ার জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউতেও পাশ করতে হয় পরীক্ষার্থীদের। আর সেই ইন্টারভিউতে বিভিন্ন সময়ে ঘুরিয়ে অনেক প্রশ্ন করা হয়, যার জবাব দিতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় চাকরিপ্রার্থীদের। এখানে তেমনই কিছু প্রশ্ন ও উত্তর তোলা ধরা হল। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • অনেকেই চান সরকারি চাকরি করতে
  • তার জন্য পাশ করতে হয় ইন্টারভিউতে
  • জেনে নিন ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন-উত্তর

Interview Tricky Questions : সরকারি চাকরি করার ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু সেটা পাওয়া খুব একটা সোজা নয়। লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউতেও পাশ করতে হয় পরীক্ষার্থীদের। আর সেই ইন্টারভিউতে বিভিন্ন সময়ে ঘুরিয়ে অনেক প্রশ্ন করা হয়, যার জবাব দিতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় চাকরিপ্রার্থীদের। এখানে তেমনই কিছু প্রশ্ন ও উত্তর তোলা ধরা হল। 

প্রশ্ন - এমন কোন দেশ রয়েছে যেখানকার মেয়েদেরকে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায়?
উত্তর - সেই দেশটি হল আইসল্যান্ড

প্রশ্ন - কোন প্রাণীর রক্ত নীল?
উত্তর - শামুক, মাকড়সা ও অক্টোপাসের রক্তের রং নীল।

প্রশ্ন - কোন প্রাণী জন্মের পর ২ মাস ঘুমোয়?
উত্তর - জন্মের পর ২ মাসক ঘুমোয় ভাল্লুক 

প্রশ্ন - কোন শহর গোটা বিশ্বের জনসংখ্যা উপযোগী?
উত্তর - ল্যান্স অ্যাঞ্জেলেস এমন একটি শহর যা গোটা বিশ্বের জনসংখ্যার জন্য উপযুক্ত।

প্রশ্ন - ভারতে পৌঁছানো প্রথম ব্রিটিশ জাহাজ কোনটি?
উত্তর - ভারতে আসা প্রথম ব্রিটিশ জাহাজটি ছিল রেড ড্রাগন

প্রশ্ন - বিশ্বে সবচেয়ে সস্তা বিদ্যুৎ পাওয়া কোন দেশ?
উত্তর - বিশ্বে সবচেয়ে সস্তায় বিদ্যুৎ পাওয়া যায় কাতারে।

আরও পড়ুনকোথায় অবস্থান করছে অশনি, বাংলায় ক্ষয়ক্ষতি হবে?

 

Advertisement