scorecardresearch
 

Tricky Questions : খিদে পেলে নুড়ি-পাথরও খেতে পারে কোন প্রাণী? উত্তর জানুন

Tricky Questions : প্রায়শই, ইন্টারভিউতে এমন প্রশ্ন করা হয়, যার উত্তর দিতে গিয়ে প্রার্থীরা রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েন। সেগুলি এমনই প্রশ্ন, যে তার আপনি জানেন, কিন্তু সেগুলি সিলেবাসের বাইরে। চলুন জেনে নিই তেমনই কিছু জটিল প্রশ্নের উত্তর। 

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন?
  • পাশ করতে হবে ইন্টারভিউতে
  • রইল ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন উত্তর

Mock Interview Questions and Answers : আপনি যদি কোনও সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে এটা নিশ্চয় জানেন যে, চাকরি পাওয়ার জন্য আপনাকে ইন্টারভিউতে পাশ করতে হবে। প্রায়শই, ইন্টারভিউতে এমন প্রশ্ন করা হয়, যার উত্তর দিতে গিয়ে প্রার্থীরা রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েন। সেগুলি এমনই প্রশ্ন, যে তার আপনি জানেন, কিন্তু সেগুলি সিলেবাসের বাইরে। চলুন জেনে নিই তেমনই কিছু জটিল প্রশ্নের উত্তর। 

প্রশ্ন - কোন মাছ ১ চোখ খুলে ঘুমায়?
উত্তর - একচোখ খুলে ঘুমায় ডলফিন।

প্রশ্ন - গোলাপ, গাঁদা ও পদ্দর মধ্যে মিল কোথায়?
উত্তর - তিনটেই ফুল

প্রশ্ন - কোন প্রাণী খিদে পেলে নুড়ি পাথরও খেয়ে নিতে পারে?
উত্তর - উটপাখি

প্রশ্ন - কোন মুরগি সবুজ রঙের ডিম দেয়? 
উত্তর - নেডি মুরগি

প্রশ্ন - অর্ধেক আপেল কীসের মতো দেখতে?
উত্তর - কাটা আপেলটির বাকি অর্ধেক অংশের মতো। 

প্রশ্ন - কোন জিনিস জ্বলেও না ডোবেন না?
উত্তর - বরফ জ্বলেও না, ডোবেও না।

আরও পড়ুন বউবাজার ফাটল আতঙ্কের জের, বাড়ি বদলের ভাবনা তৃণমূল বিধায়কের

 

Advertisement