scorecardresearch
 

Interview Tricky Questions : কোন প্রশ্নের উত্তরে কখনওই 'হ্যাঁ' বলা যায় না! জানেন ?

কখনও কখনও ইন্টারভিউতে চাকরি প্রার্থীদের ঘুরিয়ে প্রশ্ন করা হয়। আর সেইসব প্রশ্ন করার উদ্দেশ্যই হল চাকরি প্রার্থীদের আইকিউ লেভেল পরীক্ষা করে দেখা। কারণ যদি ওই চাকরি প্রার্থীকে পরে কোনও গুরু দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি সেটি সামলাতে পারবেন কিনা। চলুন দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন, যেগুলি একটু ঘোরান। কিন্তু সামান্য বুদ্ধি খরচ করলেই দেওয়া যায় সঠিক উত্তর। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি চাকরির ইন্টারভিউতে মাঝেমধ্যেই ঘুরিয়ে প্রশ্ন করা হয়
  • পরীক্ষা করে দেখা হয় আই-কিউ লেভেল
  • রইল তেমনই কিছু প্রশ্ন

দেশের কোটি কোটি যুবকের ইচ্ছা সরকারি চাকরিকেই পেশা হিসেবে বেছে নেওয়া। কেউ চান UPSC পরীক্ষা পাশ করে IAS অফিসার হওয়া তো কেউ আবার অন্য কোনও সরকারি চাকরিকেই পেশা হিসেবে বেছে নেন। তবে চাইলেই তো আর পাওয়া যায় না! তার জন্য অনেক কঠিন পরীক্ষা ও ইন্টারভিউ দিতে হয় পরীক্ষার্থীদের। কখনও ইন্টারভিতে চাকরি প্রার্থীদের খুবই সহজ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তবে কখনও আবার থাকে কঠিন প্রশ্ন। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েই হাসিল করতে হয় চাকরি। 

কখনও কখনও ইন্টারভিউতে চাকরি প্রার্থীদের ঘুরিয়ে প্রশ্ন করা হয়। আর সেইসব প্রশ্ন করার উদ্দেশ্যই হল চাকরি প্রার্থীদের আই-কিউ লেভেল পরীক্ষা করে দেখা। কারণ যদি ওই চাকরি প্রার্থীকে পরে কোনও গুরু দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি সেটি সামলাতে পারবেন কিনা। চলুন দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন, যেগুলি একটু ঘোরান। কিন্তু সামান্য বুদ্ধি খরচ করলেই দেওয়া যায় সঠিক উত্তর। 

প্রশ্ন - ডঃ বাবাসাহেব আম্বেদকর মরাঠওয়াড়া বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? 
উত্তর - ঔরঙ্গাবাদ

প্রশ্ন - বিখ্যাত মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত?
উত্তর - মাদুরাই 

প্রশ্ন - এমন রেল স্টেশনের নাম বলুন যেটি অর্ধেক মহারাষ্ট্র এবং বাকি অর্ধেক গুজরাতে অবস্থিত?
উত্তর - নবাপুর রেল স্টেশন

প্রশ্ন - এক বছরে কত ঘণ্টা?
উত্তর - ৮৭৬৬ ঘণ্টা

প্রশ্ন - এমন কোন প্রশ্ন যার উত্তরে কখনওই 'হ্যাঁ' বলা যায় না?
উত্তর - আপনি কি ঘুমাচ্ছেন?

প্রশ্ন - একটি কাটা অর্ধেক আপেল কেমন দেখতে?
উত্তর- বাকি অর্ধেক আপেলের মতো

প্রশ্ন - এমন কোন দেশ, যেখানে মাত্র ৪০ মিনিট রাত থাকে?
উত্তর - নরওয়ে 

আরও পড়ুনAirtel-Jio-র সঙ্গে এবার 'খেলা হবে'! BSNL লঞ্চ করছে 4G, কবে?

Advertisement


 

Advertisement