scorecardresearch
 

Tricky Interview Questions : কোন জিনিস ভাঙলে তবেই ব্যবহার করা যায়? রইল চাকরির পরীক্ষার কিছু প্রশ্নোত্তর

যে পরীক্ষার্থী যত বেশি GK-র উত্তর জানবেন, তিনি ততই সফল হওয়ার পথে এগিয়ে যাবেন। আবার ইন্টারভিউতে এমন কিছু প্রশ্নও করা হয়, যেগুলির জবাব দিতে হয় মূলত উপস্থিত বুদ্ধির দ্বারা। আর চাকরিপ্রার্থীদের বুদ্ধিমত্তার পরীক্ষা করে দেখতেও মাঝেমধ্যে এই ধরণের প্রশ্ন করা হয়।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি চাকরি অনেকেই করতে চান
  • পাশ করতে হয় ইন্টারভিউ
  • রইল ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন

যে কোনও চাকরি তথা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেনারেল নলেজ (GK) বা সাধারণ জ্ঞানের (General Knowledge) একটি বিশেষ গুরুত্ব থাকে। কারণ যে পরীক্ষার্থী যত বেশি GK-র উত্তর জানবেন, তিনি ততই সফল হওয়ার পথে এগিয়ে যাবেন। আবার ইন্টারভিউতে এমন কিছু প্রশ্নও করা হয়, যেগুলির জবাব দিতে হয় মূলত উপস্থিত বুদ্ধির দ্বারা। আর চাকরিপ্রার্থীদের বুদ্ধিমত্তার পরীক্ষা করে দেখতেও মাঝেমধ্যে এই ধরণের প্রশ্ন করা হয়। তাহলে চলুন এবার  জেনে নেওয়া যাক কিছু সাধারণ জ্ঞান ও কৌশলী প্রশ্নের উত্তর, যেগুলি বিভিন্ন ইয়ারভিউতে (Interview Tricky Questions) ধরা হয়ে থাকে। 

প্রশ্ন : তরাইনের প্রথম যুদ্ধ (১১৯২ খ্রিঃ) কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তর : মুহম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ তৃতীয়

প্রশ্ন : গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন?
উত্তর : চন্দ্রগুপ্ত

প্রশ্ন : ভারতে সাম্যবাদের প্রবর্তক কে ছিলেন?
উত্তর : এম এন রায় (মানবেন্দ্র নাথ রায়) ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।

প্রশ্ন : ভারতের প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়?
উত্তর : কলকাতা

প্রশ্ন : ভারতে প্রথম বাণিজ্যিক বিমান কখন এবং কোথায় উড়েছিল?
উত্তর : ১৯১১ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের প্রথম বাণিজ্যিক বিমানটি এলাহাবাদ থেকে নৈনি পর্যন্ত উড়ে গিয়েছিল

প্রশ্ন : ভারতে গভর্নর-জেনারেলের শাসন কবে সমাপ্ত হয়?
উত্তর : ২৬ জানুয়ারি ১৯৫০

প্রশ্ন : খিলাফত আন্দোলন সূচনা কারা করেন?
উত্তর : আলি ব্রাদার্স

প্রশ্ন : কোন জিনিসের ব্যবহার না ভেঙে করা যায় না ?
উত্তর : ডিম হল সেই জিনিস, যা ব্যবহারে আগে ভাঙতে হয়। 

প্রশ্ন : কোন প্রশ্নের উত্তর কখনওই 'হ্যাঁ' হয় না?
উত্তর : ঘুমন্ত ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় তিনি ঘুমোচ্ছেন কিনা, তাহলে তা উত্তর কখনওই 'হ্যাঁ' হবে না।

Advertisement

আরও পড়ুনশিক্ষক দিবসে দিতে পারেন এই ৫ উপহার, মন জয় করবেই

 

Advertisement