scorecardresearch
 

Government Jobs Interview Questions And Answers : আইনজীবীরা কালো রঙের কোট-ই কেন পরেন? জানুন

অনেক সময়ই চাকরির ইন্টারভিউতে পারিপার্শ্বিক অবস্থা ও ঘটনা সংক্রান্ত প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নগুলিও বেশ বিচিত্র হয়। এখানে তেমনই কিছু প্রশ্ন তুলে ধরা হল, যেগুলি প্রায়শই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করেন লক্ষ লক্ষ যুবক-যুবতী
  • ইন্টারভিউতে কখনও পড়তে হয় বিচিত্র প্রশ্নের মুখে
  • এখানে রইল তেমনই কিছু প্রশ্ন

Interview Questions And Answers : প্রতিবছর লক্ষ লক্ষ যুবক সরকারি চাকরির পরীক্ষা দেন। তাঁদের মধ্যে অনেকেই লিখিত পরীক্ষায় পাশ করে যান। কিন্তু আটকে যান ইন্টারভিউতে। কারণ, অনেক সময়ই ইন্টারভিউতে পারিপার্শ্বিক অবস্থা ও ঘটনা সংক্রান্ত প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নগুলিও বেশ বিচিত্র হয়। এখানে তেমনই কিছু প্রশ্ন তুলে ধরা হল, যেগুলি প্রায়শই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। 

প্রশ্ন - এক মহিলাকে প্রশ্ন করা হয়েছিল, যদি এমন কোনও দিন হয় যে সকালে উঠে দেখলেন আপনি গর্ভবতী, তাহলে কী হবে?
উত্তর - ওই মহিলা বলেন , তিনি খুবই খুশি হবেন এবং নিজের স্বামীর সঙ্গে সেই আনন্দ সংবাদটি ভাগ করে নিয়ে খুশিতে মেতে উঠবেন

প্রশ্ন - এক ব্যক্তিকে প্যারাসুট ছাড়াই বিমান থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তিনি বেঁচে যান, কীভাবে?
উত্তর - কারণ ওই সময় বিমানটি রানওয়েতেই ছিল 

প্রশ্ন - রেল লাইনের ধারে W/L লেখা বোর্ড দেখা যায়, তার মানে কী?
উত্তর - W/L মানে হল Whistle / Level Board। যেখানে এই বোর্ড থাকে সেখানে ট্রেনের চালককে হর্ন বাজাতে হয়। 

প্রশ্ন - আইনজীবীরা কালো রঙের কোট কেন পরেন?
উত্তর - কালো রঙকে শক্তি ও অধিকারের প্রতীক হিসেবে ধরা হয়। তবে আইনজীবীদের কালো রঙের কোট পরার এই পরম্পরা ইংল্যান্ডে শুরু হয়েছিল। কালো কোটকে অনুশাসন ও আত্মবিশ্বাস হিসেব ধরা হয়। 

প্রশ্ন - পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ দ্বিগুণ হয়ে গেলে কী হবে?
উত্তর - যদি পরিবেশে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় তাহলে ছোট ছোট পোকা-মাকড়, আরশোলা ইত্যাদির আকার অনেক বড় হয়ে যাবে। ঠিক যেমনটা হলিউডের ছবিতে মাঝেমধ্যে দেখা যায়। 

প্রশ্ন - মানুষের শরীরের কোন অংশ প্রত্যেক দু'মাসে বদলায়?
উত্তর - আইব্রো বা ভ্রু

Advertisement

প্রশ্ন - ময়ূর ডিম দেয় না, তবুও ডিম থেকেই কীভাবে তাদের বাচ্চা হয়?
উত্তর - কারণ ময়ূরী ডিম পাড়ে 

আরও পড়ুনপরপর ৩ দিন, অথচ বুধ-শুক্র-রবিবার থাকবে না, উত্তর জানেন?


 

Advertisement