Home Guard Recruitment In Paschim Medinipur: এইট পাশে রাজ্যে হোমগার্ডের চাকরির সুবর্ণ সুযোগ মাইনে কত-কীভাবে আবেদন?

দৈনিক মজুরির ভিত্তিতে হোমগার্ড নিয়োগ করা হবে ১০০ জন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে, পথ সুরক্ষার কাজে এই হোমগার্ডদের ব্যবহার করা হবে।

Advertisement
এইট পাশে রাজ্যে হোমগার্ডের চাকরির সুবর্ণ সুযোগ  মাইনে কত-কীভাবে আবেদন?এইট পাশে রাজ্য়ে হোমগার্ড নিয়োগ
হাইলাইটস
  • হোমগার্ড নিয়োগ করা হবে ১০০ জন
  • সবটাই দৈনিক মজুরির ভিত্তিতে

পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় হোমগার্ড নিয়োগ (Home Guard Recruitment In Paschim Medinipur) করা হচ্ছে। এই নিয়োগ অস্থায়ী। দৈনিক মজুরির ভিত্তিতে হোমগার্ড নিয়োগ করা হবে ১০০ জন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে, পথ সুরক্ষার কাজে এই হোমগার্ডদের ব্যবহার করা হবে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র পূরণের জন্য নিম্নলিখিত তথ্য দেওয়া হইল।

পদের নাম

অস্থায়ী হোমগার্ড

দৈনিক মজুরি: ৫৬৫ (পাঁচ শত পৌষট্টি) টাকা।

পদের সংখ্যা: ১০০ (একশত)।

নিয়োগের মেয়াদ: ৩০/০৬/২০২৩ পর্যন্ত।

কোন কোন থানায় কত নিয়োগ:

  • ডেবরা-১২
  • খড়্গপুর লোকাল-৩২
  • কোতোয়ালি-১২
  • শালবনি-১০
  • গড়বেতা-১০
  • নারায়ণগড়-৮
  • বেলদা-৮
  • দাঁতন-৮

আরও পড়ুন: Army Ordnance Corps Recruitment 2023: মাধ্যমিক পাশে প্রতিরক্ষা মন্ত্রকে বাম্পার নিয়োগ, ৬২ হাজার টাকা পর্যন্ত মাইনে

বয়স : ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত (০১/০১/২০২৩ এর হিসাব অনুযায়ী)

শিক্ষাগত যোগ্যতা : ৮ম (অষ্টম) শ্রেণী পাস

নূন্যতম দৈহিক উচ্চতা :

পুরুষ: ১৬০ সেন্টিমিটার

মহিলা: ১৫২ সেন্টিমিটার।

পুরুষ কর্ম প্রার্থীর নূন্যতম বক্ষের পরিমাপ: ৭৬ সেন্টিমিটার।

কর্ম প্রার্থীর নূন্যতম দৈহিক ওজন:

পুরুষ: ৫১ কিলোগ্রাম।

মহিলা: ৪৪ কিলোগ্রাম।

কর্ম প্রার্থীর নূন্যতম দৈহিক সক্ষমতার পরীক্ষা:

পুরুষ : ১৬০০ মিটার দৌড় ৮ মিনিটের মধ্যে। মহিলা : ৮০০ মিটার দৌড় ৫ মিনিটের মধ্যে। 

দৈহিক সক্ষমতা পরীক্ষায় সফল প্রতিযোগীদের লিখিত পরীক্ষায় ( মান ৫০ নম্বর) ও মৌখিক পরীক্ষায় (মান ১০ নম্বর) উত্তীর্ণ হতে হবে। চাকরি প্রার্থীদের বাংলা লিখতে এবং বলতে পারা বাধ্যতামূলক। দুটি পরীক্ষায় সফল প্রতিযোগীদের মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে।

আবেদন কোথায়-কীভাবে:

শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার স্বপ্রত্যায়িত প্রতিলিপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

সমস্ত আবেদন পত্র সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট জমা করতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৭/০২/২023

বিশদ বিবরণ অথবা বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement