HS Exam 2026 Semester: পরের বছর ২ বার উচ্চমাধ্যমিক, সেমেস্টার পদ্ধতিতে কীভাবে পরীক্ষা? নতুন নিয়ম

উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড়সড় বদল। পরের বছর থেকে সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। বুধবার ২০২৫ সালের উচ্চমাধ্যিকের ফল প্রকাশ করতে গিয়ে একথা জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 

Advertisement
পরের বছর ২ বার উচ্চমাধ্যমিক, সেমেস্টার পদ্ধতিতে কীভাবে পরীক্ষা? নতুন নিয়মপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড়সড় বদল।
  • পরের বছর থেকে সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
  • জানা গিয়েছে, মোট ৪টি সেমেস্টার হচ্ছে উচ্চমাধ্যমিকে।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড়সড় বদল। পরের বছর থেকে সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। বুধবার ২০২৫ সালের উচ্চমাধ্যিকের ফল প্রকাশ করতে গিয়ে একথা জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 

এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, 'বছরে দু'বার করে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা, যেটা তৃতীয় সেমেস্টার, সেটা হবে সেপ্টেম্বরে। আর চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে মার্চে।'

সেমেস্টার পদ্ধতিতে কীভাবে পরীক্ষা?

জানা গিয়েছে, মোট ৪টি সেমেস্টার হচ্ছে উচ্চমাধ্যমিকে। একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম ও দ্বিতীয় সেমেস্টার। দ্বাদশ শ্রেণিতে তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে। এ বছর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে ৮-২২ সেপেম্বর। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।


পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় এবার প্রকাশ করা হল উচ্চমাধ্যমিকের ফল। পাসের হারের নিরিখে এবারও সেরা পূর্ব মেদিনীপুর। সেখানে মোট পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা। এবারের উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৭২ জন ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে অনেকেই একই নম্বর পেয়েছেন। ফলে তালিকায় একাধিক জনের একই স্থান দখল।

উচ্চমাধ্যমিকে এবার প্রথম হয়েছেন বর্ধমান সিএনএস হাইস্কুলের ছাত্র রূপায়ণ পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭।
 

POST A COMMENT
Advertisement