প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বেলা সাড়ে ১২টা থেকে সাংবাদিক সম্মেলন শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাসের হারের নিরিখে এবারও সেরা পূর্ব মেদিনীপুর। সেখানে মোট পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা।
এবারের উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৭২ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে অনেকেই একই নম্বর পেয়েছেন। ফলে তালিকায় একাধিক জনের একই স্থান দখল।
রূপায়ণ পাল প্রথম হয়েছেন। বর্ধমান সিএনএস হাইস্কুলের ছাত্র রূপায়ণ ৪৯৭ নম্বর পেয়েছেন, যা শতাংশে ৯৯.৪।
HS 2025-এ দ্বিতীয় তুষার দেবনাথ। কোচবিহার বক্সিরহাট হাইস্কুলের পড়ুয়া। পেয়েছেন ৪৯৬ নম্বর - ৯৯.২%।
এবারের উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন, রাজর্ষি অধিকারী। আরামবাগ হাইস্কুল, হুগলির পরীক্ষার্থী। নম্বর- ৪৯৫- ৯৯% ।
এই স্থানে রয়েছেন সৃজিতা ঘোষাল। সোনামুখী গার্লস হাইস্কুলের ছাত্রী। পেয়েছেন ৪৯৪ নম্বর - ৯৮.৮% ।
পঞ্চম স্থানে রয়েছেন পাঁচজন। এঁরা প্রত্যেকেই ৪৯৩ নম্বর পেয়েছেন।
বীরেশ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর।
প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাইস্কুল স্কুল, হুগলি।
তন্ময় পথিক, সোনারপুর বিদ্য়াপীঠ হাইস্কুল।
ঋদ্ধিক পাল, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন।
কুন্তল চৌধুরি, ভাতার এমপি হাইস্কুল, পূর্ব বর্ধমান।
কৌশিকী দাস, মণীন্দ্রনাথ হাইস্কুল, কোচবিহার।
এই বছরের উচ্চমাধ্যমিকেও ভাল রেজাল্টের ধারা অব্যাহত রাখল জেলাগুলি। পাসের হার ও মেধাতালিকা থেকে একটি বিষয় স্পষ্ট। জেলার পড়ুয়ারা আরও একবার তাদের পড়াশোনা ও প্রচেষ্টার প্রমাণ দিয়েছে এবারের উচ্চমাধ্যমিকে।