scorecardresearch
 

Indian Army Recruitment TGC 136th Course 2022: সেনায় চাকরির দারুণ সুযোগ, বেতন ১ লক্ষ ৭৭ হাজার টাকা পর্যন্ত

Indian Army Recruitment 2022: ভারতীয় সেনাবাহিনীতে চাকরির স্বপ্ন দেখছেন, এমন প্রার্থীদের জন্য একটি ভাল খবর রয়েছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত তরুণদের সেনাবাহিনীতে যোগদানের জন্য এটি একটি বড় সুযোগ এসেছে। সেনাবাহিনী টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisement
ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ (প্রতীকী ছবি) ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ভারতীয় সেনাবাহিনীতে চাকরির স্বপ্ন দেখছেন, এমন প্রার্থীদের জন্য একটি ভাল খবর
  • ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত তরুণদের সেনাবাহিনীতে যোগদানের জন্য এটি একটি বড় সুযোগ এসেছে
  • সেনাবাহিনী টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

Indian Army Recruitment 2022: ভারতীয় সেনাবাহিনীতে চাকরির স্বপ্ন দেখছেন, এমন প্রার্থীদের জন্য একটি ভাল খবর রয়েছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত তরুণদের সেনাবাহিনীতে যোগদানের জন্য এটি একটি বড় সুযোগ এসেছে। সেনাবাহিনী টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

সেখানে 40টি শূন্যপদ রয়েছে। TGC অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ী কমিশনের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তিগত স্নাতক কোর্স 2023 সালের জানুয়ারি থেকে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি (IMA), দেরাদুনে শুরু হবে। এই কোর্সে আবেদনের শেষ তারিখ 9 জুন।

ভারতীয় সেনাবাহিনীতে চাকরি ২০২২ (Indian Army Recruitment 2022): এই শূন্যপদ নিয়োগ করা হবে
সিভিল - 09
স্থাপত্য - 01
যান্ত্রিক - 06
ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স - 03
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার টেকনোলজি / এমএসসি কম্পিউটার সায়েন্স - 08
আইটি - 03

আরও পড়ুন: বিধাননগরের মন-জয়ে আমির-উত্তমদের নিয়ে CPIM-এর পোস্টার

আরও পড়ুন: ইসলামপুর চকে এবার ৬০ শিবের পুজো, গত বার ছিল ১৫০

আরও পড়ুন:  'মহাযুদ্ধ'এর পরিস্থিতি শেষ! ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, ঘোষণা রাশিয়ার

ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন - 01
ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন - 03 অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেস - 01
ইলেকট্রনিক্স - 01
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন - 01
উৎপাদন - 01
শিল্প / উৎপাদন / শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা - 01
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং - 01

ভারতীয় সেনাবাহিনীতে চাকরি ২০২২ (Indian Army Recruitment 2022): প্রার্থীর যোগ্যতা
এই কোর্সের জন্য আবেদনকারী প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারে। তবে এই ধরনের প্রার্থীদের 01 জানুয়ারী, 2023 এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে।

Advertisement

ভারতীয় সেনাবাহিনীতে চাকরি ২০২২ (Indian Army Recruitment 2022): বয়স সীমা এবং আবেদন ফি
প্রার্থীর বয়সসীমা 20 থেকে 27 বছর হতে হবে। একটা ভাল কথা হল এ জন্য আবেদনকারী প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

ভারতীয় সেনাবাহিনীতে চাকরি ২০২২ (Indian Army Recruitment 2022): নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের নির্বাচন PET, SSB ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষার ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

ভারতীয় সেনাবাহিনীতে চাকরি ২০২২ (Indian Army Recruitment 2022): বেতন তথ্য
ভারতীয় সেনাবাহিনীর 136 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের নিয়োগের অধীনে বেতন প্রতি মাসে 56 হাজার থেকে শুরু করে 1.77 লাখ টাকা পর্যন্ত হতে পারে।

ভারতীয় সেনাবাহিনীতে চাকরি ২০২২ (Indian Army Recruitment 2022): কীভাবে আবেদন করতে হবে
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইট joinindianarmy.nic.in এর মাধ্যমে 09 জুন 2022 এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য এখানে ক্লিক করুন।

 

Advertisement