ট্রেডসম্যান মেট (Tradesman Mate) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। ১০ম পাশ প্রার্থীদের জন্য ভারতীয় নৌবাহিনীতে যোগ দেওয়ার এটি দুর্দান্ত সুযোগ। ১০০-টিরও বেশি শূন্যপদে করা হবে নিয়োগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আন্দামান ও নিকোবর কমান্ডের সদর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। ওয়েবসাইটি হল andaman.gov.in।
নৌবাহিনীর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Indian Navy Tradesman Mate Recruitment 2022) শুরু হচ্ছে আগামী ৬ অগাস্ট। চলবে ৬ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। এই নিয়োগে মোট ১১২টি ট্রেডসম্যান মেট পদ পূরণ করা হবে।
শূন্য পদের বিবরণ
সাধারণ - ৪৩টি পদ
EWS - ১১টি পদ
ওবিসি - ৩২টি পদ
SC - ১৮ টি পদ
ST - ০৮ টি পদ
মোট শূন্যপদ - ১১২টি
কারা আবেদন করতে পারেন?
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্ব সীমায়া ছাড় থাকছে।
নির্বাচন প্রক্রিয়া
মেধার ভিত্তিতে শর্ট লিস্টেড প্রার্থীদের অবজেক্টিভ টাইপ প্রশ্ন ভিত্তিক লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হবে ১০০ নম্বরের। নেওয়া হবে ইংরেজি ও হিন্দিতে। পরীক্ষার তারিখ, সময় এবং স্থান প্রার্থীদের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য আন্দামান ও নিকোবর কমান্ডের সদর দফতরের অফিসিয়াল সাইটটি দেখতে পারেন প্রার্থীরা।
আরও পড়ুন - 'হাল্ক' হতে চেয়ে ইনজেকশন নিতেন এই বডি বিল্ডার, জন্মদিনেই হল মৃত্যু