
Indian Overseas Bank Recruitment 2025: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে (IOB) নিয়োগ। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে IOB। ২০২৫-২৬ অর্থবর্ষে Specialist Officer পদে মোট ১২৭ জনকে নিয়োগ করা হবে। মূলত ম্যানেজার (MMGS II) এবং সিনিয়র ম্যানেজার (MMGS III) লেভেলের চাকরি। অফিসিয়াল নোটিফিকেশনের PDF নিচে দেওয়া হল।
কোথায় পোস্টিং?
দেশের যে কোনও রাজ্যে পোস্টিং হতে পারে। চাকরির শুরুতে কর্মীদের দু’বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে।
বয়সসীমা
বেতন কাঠামো
ম্যানেজার পদের বেতন: মাসে ₹64,820 থেকে ₹93,960।
সিনিয়র ম্যানেজার পদের বেতন: মাসে ₹85,920 থেকে ₹1,05,280।
এর সঙ্গে অন্যান্য ভাতা ও সরকারি সুবিধা যোগ হয়ে আরও অনেকটাই বেড়ে যাবে।
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা প্রয়োজন। এমনকি কিছু পদে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেওয়া ব্যাঙ্কের বিজ্ঞপ্তির PDF এ ক্লিক করুন। View PDF(Click Here)
সিলেকশন প্রসেস
লিখিত অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হবে। পরীক্ষার সিলেবাস ও অন্যান্য নিয়ম জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
আবেদন পদ্ধতি
শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।
ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.iob.in(CLICK HERE) এ গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে।
আবেদন ফি:
রিজার্ভেশন থাকলে (SC/ST/PwD) ₹175।
জেনারেল ₹1000।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৩ অক্টোবর ২০২৫
ফলে ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার পদে আবেদনের জন্য দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করুন। চাকরিবাকরি সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য় নজর রাখুন bangla.aajtak.in এ।