সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিভিন্ন গেমস খেলেন বা ধাঁধার উত্তর দেন। কখনও কোনও প্রশ্নের জবাব দিতে হয় তো, কখনও আবার ছবির মধ্যে লুকিয়ে থাকা কোনও ভুল খুঁজে বের করতে হয়। এখানেও রয়েছে তেমনই একটি ছবি, যেখান থেকে আপনাকে ভুল খুঁজে বের করতে হবে।
ছবিটি কী?
এখানে যে ছবিটি রয়েছে তাতে একটি ক্লাসঘর দেখা যাচ্ছে। সেখানে রয়েছে ব্ল্যাক বোর্ড, আর বোর্ডের সামনে শিক্ষিকা। দরজার সামনে ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছে পড়ুয়া। রয়েছে একটি ঘড়িও। তবে এই ছবিতে একটি বড়সড় ভুলও রয়েছে, যেটি আপনাকে ১০ সেকেন্ডে খুঁজে বের করতে হবে।
ছবির ভুলটি একদম চোখের সামনেই রয়েছে। কেউ কেউ হয়ত ভাবছেন ছবিতে কোনও ভুলই নেই। আার কেউ হয়ত চেষ্টা করেও ভুলটি খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে এই প্রতিবেদনেই আপনাকে ভুলটি দেখিয়ে দেওয়া হবে। আর যদি ইতিমধ্যেই ভুলটি খুঁজে পেয়ে গিয়ে থাকেন, তাহলে আপনি জিনিয়াস।
ভুলটি কোথায়?
এবার চলুন জেনে নেওয়া যাক ছবির ভুলটি। ছবিটি দেখতে একদমই সাধারণ। কিন্তু ছবিতে যে দরজাটি রয়েছে সেখানেই রয়েছে ভুলটি। খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন দরজার হ্যান্ডেলটি লাগানো রয়েছে ভুল দিকে। অর্থাৎ যেদিক দিয়ে দরজাটি খোলা হবে, তার উল্টো দিকে রয়েছে হ্যান্ডেল।
আরও পড়ুন - এই গ্রামের অধিকাংশ মানুষই 'যৌন অপরাধী'