scorecardresearch
 

Interview Questions : খাওয়ার জন্য কেনা হয় কিন্তু চাষ করা যায় না, জানেন কোন জিনিস?

UPSC হোক বা অন্য যেকোনও পরীক্ষা, ইন্টারভিউতে অনেক সময়ই এমন ঘোরানো প্রশ্ন করা হয় যে সেগুলির উত্তর দিতে গিয়ে রীতিমতো চাপে পড়তে হয় প্রতিযোগীদের। ঘোরানো প্রশ্নের মুখে পড়ে অনেক সময় সহজ প্রশ্নের উত্তরও দিতে পারেন না চাকরি প্রার্থীরা।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি চাকরি ইন্টারভিউতে ধরা হয় কিছু জটিল প্রশ্ন
  • কিছু প্রশ্ন থাকে ঘোরানো
  • জেনে নিন তেমনই কিছু প্রশ্ন-উত্তর

সরকারি চাকরি পাওয়ার জন্য কঠিন ইন্টারভিউ দিতে হয় প্রার্থীদের। UPSC হোক বা অন্য যেকোনও পরীক্ষা, ইন্টারভিউতে অনেক সময়ই এমন ঘোরানো প্রশ্ন করা হয় যে সেগুলির উত্তর দিতে গিয়ে রীতিমতো চাপে পড়তে হয় প্রতিযোগীদের। ঘোরানো প্রশ্নের মুখে পড়ে অনেক সময় সহজ প্রশ্নের উত্তরও দিতে পারেন না চাকরি প্রার্থীরা। আবার প্রার্থীদের সাধারণ জ্ঞান পরীক্ষা করে দেখার জন্যও কিছু কিছু প্রশ্ন করা হয়। এখানে তেমনই কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরা হল, যেগুলি প্রায়শই চাকরি প্রার্থীদের ইন্টারভিউতে ধরা হয়। 

প্রশ্ন - কাকে ডুবতে দেখেও কেউ বাঁচাতে আসেন না? 
উত্তর - সূর্যকে ডুবতে দেখে কেউ বাঁচাতে যান না

প্রশ্ন - এমন কোন জিনিস যা খাওয়ার জন্য কেনা হয়, কিন্তু বপন করা যায় না?
উত্তর - খাওয়ার প্লেট

প্রশ্ন - ভাবুন যে আপনি একটি জাহাজে আছেন এবং সেই জাহাজটি ডুবে যাচ্ছে, তাহলে আপনি কীভাবে বাঁচবেন?
উত্তর - ভাবা বন্ধ করে দিলেই বাঁচা যাবে

প্রশ্ন - জন্মের ২ মাস পর পর্যন্ত ঘুমোয় কোন প্রাণী?
উত্তর - ভাল্লুক

প্রশ্ন - ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম কী?
উত্তর - আর.শনমুগম চেট্টি

প্রশ্ন - ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
উত্তর - মৌলনা আবুল কালাম আজাদ

প্রশ্ন - দেশের প্রথম গভর্নর জেনারেল কে?
উত্তর - সি রাজাগোপালাচারি

আরও পড়ুনNTA-র নয়া নোটিশ, JEE Main-এর আবেদন প্রক্রিয়ায় এল পরিবর্তন


 

Advertisement