Interview Tricky Question Answer : এমন কোন জিনিস যা জল খেলেই মারা যায়? জেনে নিন উত্তর

Interview Tricky Question Answer: প্রতি বছর লাখ লাখ যুবক-যুবতী সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেন। অনেক প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে দেখা গিয়েছে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রশ্ন তাঁদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
এমন কোন জিনিস যা জল খেলেই মারা যায়? জেনে নিন উত্তরসরকারি চাকরি পরীক্ষার ইন্টারভিউ গুরুত্বপূর্ণ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • লাখ লাখ যুবক-যুবতী সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেন
  • ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রশ্ন তাঁদের পথে বাধা হয়ে দাঁড়ায়
  • এই প্রশ্নগুলো অদ্ভুত রকমের হয়

Interview Tricky Question Answer: প্রতি বছর লাখ লাখ যুবক-যুবতী সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেন। অনেক প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে দেখা গিয়েছে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রশ্ন তাঁদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে সময় আশেপাশের জিনিস বা ঘটনা সম্পর্কিত প্রশ্ন করা হয়। 

এই প্রশ্নগুলো অদ্ভুত রকমের হয়। একটু ভাবলেই তার জবাব পাওয়া যায়। তবে অনেক সময় মাথা থেকে উত্তর আর আসে না। এখানে আমরা এমনই কিছু প্রশ্নের কথা বলব, যা প্রায়ই ইন্টারভিউতে আসে। চলুন জেনে নেই এই প্রশ্নগুলোর উত্তর। দেখে নিন আপনি কতগুলোর জবাব দিতে পারেন।

আরও পড়ুন: রোজ জমা করুন ৬৭ টাকা, ৫ বছরে আপনার সন্তান লাখপতি

প্রশ্নঃ মহাকাশে যাওয়া প্রথম নারীর নাম কি?
উত্তরঃ ভ্যালেন্টিনা তেরেশকোভা।

প্রশ্নঃ কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয়?
উত্তরঃ সুইজারল্যান্ড।

প্রশ্নঃ করগাম কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তরঃ তামিলনাড়ু

বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' কে লিখেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ কোন প্রাণী কখনও জল খায় না?
উত্তরঃ ক্যাঙ্গারু ইঁদুর।

প্রশ্নঃ কোন শহরের আকৃতি মাছের মত?
উত্তরঃ জালোরে

প্রশ্নঃ কোন দেশের দু'জন প্রেসিডেন্ট আছে?
উত্তর-: সান মারিনো।

প্রশ্ন- এমন কি জিনিস যা জল খেলে মারা যায়?
উত্তরঃ তৃষ্ণা।

প্রশ্নঃ নীল সমুদ্রে হলুদ রঙের পাথর রাখলে কী হবে?
উত্তরঃ পাথর ডুবে যাবে।

প্রশ্নঃ ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ডঃ বি আর আম্বেদকরের কাছে।

প্রশ্ন- কোথায় সোনার এটিএম (ATM) আছে?
উত্তর- দুবাই।

আরও পড়ুন: COVID বিধি মেনে কামারপুকুরে পালিত কল্পতরু উৎসব, হাজির ভক্তরা

 

POST A COMMENT
Advertisement