সরকারি চাকরি (Sarkari Chakri) পাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। তবে তার জন্য পাশ করতে হল লেখা পরীক্ষা ও ইন্টারভিউ। অনেক সময় ইন্টারভিউতে এমন অনেক প্রশ্ন করা হয় যা নির্দিষ্ট কোনও সিলেবাসে থাকে না। বরং পরীক্ষার্থীকে পারিপার্শ্বিক জ্ঞান থেকে তার উত্তর দিতে হয়। আসলে এর মাধ্যমে চাকরি প্রার্থীর উপস্থিত বুদ্ধি পরীক্ষা করে দেখা হয়। চলুন দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর।
প্রশ্ন - কোন শহর মাছের মতো?
উত্তর - রাজস্থানের জালোর শহর মাছের মতো।
প্রশ্ন - ফাঁসি দেওয়ার পর দেহের কী করা হয়?
উত্তর - ফাঁসির পর দেহ কমপক্ষে এক ঘণ্টা বা সর্বোচ্চ ২ ঘণ্টা ঝুলিয়ে রাখা হয়। এরপর চিকিৎসক দেহ পরীক্ষা করে দেখেন। মেডিক্যাল পরীক্ষার পর ময়নাতন্ত করা হয়।
প্রশ্ন - জিভের বদলে পা দিয়ে স্বাদগ্রহণ করে কোন প্রাণী?
উত্তর - প্রজাপতি
প্রশ্ন - যদি নীল সমুদ্রে লাল পাথর নিক্ষেপ করেন তাহলে কী হবে?
উত্তর - পাথরটি ভিজে যাবে এবং ডুবে যাবে।
প্রশ্ন - মাথা কাটা যাওয়ার পরেও কোন প্রাণী বেঁচে থাকে?
উত্তর - আরশোলা
প্রশ্ন - কোন পাখি আয়নায় নিজেকে চিনতে পারে?
উত্তর - পায়রা
প্রশ্ন - কোন পাখি দ্রুত উড়তে পারলেও নিজের পায়ে হাঁটতে পারে না?
উত্তর - বাদুর
আরও পড়ুন - বংশবৃদ্ধি সবার অধিকার, কয়েদিদের জন্য জেলেই 'মিলন ঘর' তৈরির প্রস্তুতি