scorecardresearch
 

IOCL Apprentice Recruitment 2022 : মাধ্যমিক পাশেই IOCL-এ বহু চাকরির সুযোগ, রইল আবেদনের লিঙ্ক

যে সমস্ত প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে চান তাঁদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি তাঁদের বয়স হতে হবে ৩১ ডিসেম্বর ২০২২-এর নিরিখে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ও বয়স সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি চাকরির সুযোগ
  • শিক্ষানবিস নিয়োগ করছে আইওসিএল
  • জেনে নিন সব খুঁটিনাটি

অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদন পত্র চাইছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আইওসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইট iocl.com-এ গিয়ে আবেদন করতে পারেন। গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত করা যাবে আবেদন। 

মোট ১,৭৪৭টি শূন্যপদে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation Recruitment 2022)। যাঁরা ইতিধ্যেই দশম শ্রেণি পাশ করেছেন এবং চাকিরর চেষ্টায় আছেন, তাঁদের জন্য এটি সুবর্ণ সুযোগ। তবে আবেদনের আগে সমস্ত তথ্য ভাল করে খুঁটিয়ে পড়ে জেনে নিন। 

কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে চান তাঁদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি তাঁদের বয়স হতে হবে ৩১ ডিসেম্বর ২০২২-এর নিরিখে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ও বয়স সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। 

বাছাই প্রক্রিয়া 
নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে প্রার্থীর অনলাইন পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বিজ্ঞাপিত যোগ্যতার মানদণ্ড পূরণ করা। অনলাইন পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্ন (MCQs) দেওয়া হবে, যেখানে ৪টি অপশনের মধ্যে ১টি সঠিক থাকবে। 

কীভাবে আবেদন করবেন?
নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণকারী প্রার্থীরা IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে https://www.iocl.com/apprenticeships-এর ৩ জানুয়ারি ২০২৩-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন শুধুমাত্র অনলাইন মোডেই নেওয়া হবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আরও পড়ুন - স্বাস্থ্য ভাল রাখতে যত খুশি কলা খাচ্ছেন? না জেনেই বিপদ ডাকছেন...

 

Advertisement