ISRO Vacancy: ISRO-তে প্রচুর নিয়োগ, মাইনে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত, কীভাবে আবেদন? রইল Link

Indian Space Research Organisation (ISRO) প্রত্যেক ভারতবাসীর গর্ব। এই কেন্দ্রীয় সংস্থা সারা বিশ্বের কাছে আমাদের সম্মান বাড়ায়। তাই অনেকেরই স্বপ্ন থাকে ISRO-তে চাকরি করার। আর সেই স্বপ্ন পূরণ করতে চাইলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। কারণ, ISRO-এর Satish Dhawan Space Centre (SDSC SHAR) বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। অনলাইনে চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশন। এই মর্মে ১৬ অক্টোবর একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থা। সেই বিজ্ঞাপনের নম্বর হল No. SDSC SHAR/RMT/01/2025।

Advertisement
ISRO-তে প্রচুর নিয়োগ, মাইনে ১ লক্ষ ৪০ লক্ষ টাকা পর্যন্ত, কীভাবে আবেদন? রইল LinkISRO-তে ভ্যাকেন্সি
হাইলাইটস
  • ISRO-এর Satish Dhawan Space Centre (SDSC SHAR) বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে
  • অনলাইনে চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশন
  • এই মর্মে ১৬ অক্টোবর একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থা

Indian Space Research Organisation (ISRO) প্রত্যেক ভারতবাসীর গর্ব। এই কেন্দ্রীয় সংস্থা সারা বিশ্বের কাছে আমাদের সম্মান বাড়ায়। তাই অনেকেরই স্বপ্ন থাকে ISRO-তে চাকরি করার। আর সেই স্বপ্ন পূরণ করতে চাইলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। কারণ, ISRO-এর Satish Dhawan Space Centre (SDSC SHAR) বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। অনলাইনে চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশন। এই মর্মে ১৬ অক্টোবর একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থা। সেই বিজ্ঞাপনের নম্বর হল No. SDSC SHAR/RMT/01/2025।

কেমিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিযুক্ত করবে এই সংস্থা। এক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩টি পোস্ট। কেমিস্ট্রিতে ১টি পোস্ট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১০টি পোস্ট এবং কেমিস্ট্রিতে ১ টি পোস্ট রয়েছে। 

এছাড়াও অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স এবং ইসিই-এর মতো বিষয়েও নেওয়া হবে বিশেষভাবে সক্ষম মানুষদের। 

এই পদগুলি লেভেল ৭ পে ম্যাট্রিক্সের। এক্ষেত্রে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ পর্যন্ত মাইনে মিলতে পারে। এই পদে চাকরি করার জন্য দেশের কোনও অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্টক্লাস পেয়ে পাশ করতে হবে। তাহলেই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন।

শ্রীহরিকোটায় রেডিয়োগ্রাফি রোলও রয়েছে
শ্রীহরিকোটায় আবার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এ এবং রেডিওগ্রাফার এ পদে লোক নেওয়া হবে। তবে এগুলি PwBD-HH ব্যাকলগ ভ্যাকান্সি। এক্ষেত্রে ফার্স্টক্লাস মাস্টার ডিগ্রি পেয়ে লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাশ করতে হবে কোনও বিশ্ববিদ্যালয় থেকে। পাশাপাশি বয়স হতে হবে ৩৫ বছরের নীচে। প্রাথমিকভাবে লেখা পরীক্ষার পর স্কিল টেস্ট হবে। তার পরই চাকরি মিলবে বলে জানা গিয়েছে।

টেকনিশিয়ান বি পোস্ট
কেমিক্যাল, ইলেকট্রিসিয়ান, ফিটার, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, রেফ্রিজিরেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পাম্প অপারেটর, ফটোগ্রাফি, ইলেকট্রনিক মেকানিক, বয়লার অ্যাটেডেন্ট, ডিজেল মেকানিক এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক নেওয়া হবে। 

ড্রাফ্টসম্যান বি পোস্ট
সিভিল ড্রাফ্টসম্যান হিসাবে ১টি পোস্ট খালি রয়েছে শ্রীহরিকোটা এবং সেকেন্দ্রাবাদে। এছাড়া সাপোর্টিং স্টাফ পদে কুক (৩টি পজিশন), ফায়ারম্যান (৬ জন), লাইট ভেহিক্যাল ড্রাইভার (৩ জন) এবং নার্স বি (১ জন মাহেন্দ্রগিরি)- নেওয়া হবে। 

Advertisement

এই পোস্টগুলি লি ISRO Centralized Recruitment Board (ICRB) মাধ্যমে ফিল করা হবে। তাই ইসরোর ওয়েবসাইটে (https://www.isro.gov.in/Careers.html) গিয়ে আজই নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা জানিয়ে ফর্ম ফিলআপ করে নিন।

 

POST A COMMENT
Advertisement