ITBP Recruitment 2022 : ITBP-তে হেড কনস্টেবল পদে চাকরি, কীভাবে আবেদন?

হেড কনস্টেবল পদে নিয়োগ করছে ভারত-তিব্বত সীমা পুলিশ বল (ITBP)। মোট ২৩টি শূন্যপদে হবে নিয়োগ। এর মধ্যে ২০টি পুরুষদের জন্য এবং ৩টি মহিলাদের জন্য। শুধুমাত্র স্নাতক প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। অফিসিয়াল ওয়েবসাইটে আগামী ১১ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। 

Advertisement
ITBP-তে হেড কনস্টেবল পদে চাকরি, কীভাবে আবেদন?ITBP
হাইলাইটস
  • ITBP-তে চাকরির সুযোগ
  • ২৩টি শূন্যপদ
  • আবেদন ফি ১০০ টাকা

হেড কনস্টেবল পদে নিয়োগ করছে ভারত-তিব্বত সীমা পুলিশ বল (ITBP)। মোট ২৩টি শূন্যপদে হবে নিয়োগ। এর মধ্যে ২০টি পুরুষদের জন্য এবং ৩টি মহিলাদের জন্য। শুধুমাত্র স্নাতক প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। অফিসিয়াল ওয়েবসাইটে আগামী ১১ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। 

ITBP Recruitment 2022 : গুরুত্বপূর্ণ দিনক্ষণ
আবেদেন জমা শুরুর দিন - ১৩.১০.২০২২
আবেদন ও ফি জমার শেষ দিন - ১১.১১.২০২২

ITBP Recruitment 2022 : শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। এছাড়া প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। 

ITBP
ITBP

ITBP Recruitment 2022 : প্রার্থী বাছাই পদ্ধতি
শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক মানের পরীক্ষা, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং বিস্তারিত চিকিৎসা পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে প্রার্থীদের। আবেদন পত্র ঠিক থাকলে তবেই পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে। 

ITBP Recruitment 2022 : আবেদন শুল্ক 
এই পদে আবেদনের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। তবে মহিলা, প্রাক্তন সেনাকর্মী, এবং এসসি-এসটিদের অবশ্য এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। 

আরও পড়ুনফাঁসির পর কোনও ব্যক্তির দেহের কী করা হয়?

 

POST A COMMENT
Advertisement