Medical ফিল্ডে ৭০ হাজার টাকা পর্যন্ত Salary, গ্রুপ ডি, ক্লার্ক, চিকিৎসক, নার্স Vacancy @kalimpong.gov.in

Medical Job News: চিকিৎসক, নার্স থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ান, ম্যানেজার, হেলথ ফিল্ডে একাধিক পদে চাকরির সুযোগ। বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে কালিম্পং জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি(Kalimpong district jobs)।

Advertisement
Medical ফিল্ডে ৭০ হাজার টাকা পর্যন্ত Salary, গ্রুপ ডি, ক্লার্ক, চিকিৎসক, নার্স Vacancy @kalimpong.gov.inকালিম্পঙ জেলায় মেডিক্যাল ফিল্ডে চাকরির সুযোগ।
হাইলাইটস
  • চিকিৎসক, নার্স থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ান, ম্যানেজার, হেলথ ফিল্ডে একাধিক পদে চাকরির সুযোগ।
  •  বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে কালিম্পং জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি।
  • জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের অধীনে বিভিন্ন পদমর্যাদায় কাজের সুযোগ মিলবে।

Medical Job News: চিকিৎসক, নার্স থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ান, ম্যানেজার, হেলথ ফিল্ডে একাধিক পদে চাকরির সুযোগ। বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে কালিম্পং জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি(Kalimpong district jobs)। জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের অধীনে বিভিন্ন পদমর্যাদায় কাজের সুযোগ মিলবে। শুরুতেই জেনে রাখা ভাল, কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে(WB Health job)। তবে মাইনে, সুযোগ-সুবিধা ও এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য় বেশ ভাল। অনলাইন আবেদনপত্র-সহ অন্য নথি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন/Website এর লিঙ্ক দেওয়া হল। নিজেরাই দেখে নিতে পারবেন।

Official Website Link(CLICK HERE): https://kalimpong.gov.in/notice_category/recruitment/

কোন কোন পদে নিয়োগ হবে?
সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, স্টাফ নার্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, অ্যানালিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি), ল্যাব টেক ব্লাড ব্যাঙ্ক, অডিয়োলজিস্ট, অডিয়োমেট্রিক অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইসর, ডিসট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটার, অ্যাকাউন্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি, যোগ প্রফেশনাল, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, স্পেশালিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে। মোট শূন্যপদ ৫০টি।

বয়সসীমা
প্রতি পদে আবেদনের জন্য আলাদা আলাদা বয়সসীমা আছে। কিছু পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। অন্য পদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ৬৭ বছর। রিজার্ভেশন থাকলে নিয়মমাফিক বয়সের উর্ধ্বসীমায় ছাড় থাকবে।

এর মধ্যে কিছু পদে দৈনিক ভিত্তিতে বেতন দেওয়া হবে। বাকি পদে মাসিক বেতনের পরিমাণ ৮,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। চিকিৎসকদের পদগুলিতে স্বাভাবিকভাবেই মাইনে সবচেয়ে বেশি।

মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীদের মেডিক্যাল কমিশন অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস এর পর এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও প্রয়োজন। বাকি পদগুলির জন্যও আলাদা আলাদা যোগ্যতা মাপকাঠি রয়েছে। তবে সব পদের জন্যই আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।

Advertisement

চাকরিপ্রার্থীরা বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র সহ অন্য নথি নোটিফিকেশনে দেওয়া ই-মেল আইডিতে পাঠাতে পারেন। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন। লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ/ /কম্পিউটার চালানোর দক্ষতার পরীক্ষার মাধ্যমে সিলেকশন করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে উপরে দেওয়া অফিসিয়াল Notification Link এ ক্লিক করুন। 

POST A COMMENT
Advertisement