KMC Staff Nurse Recruitment 2023: কলকাতা পুরসভায় নার্স নিয়োগ, কীভাবে আবেদন-মাইনে কত?

পশ্চিমবঙ্গের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষদিন ১৫ মার্চ ২০২৩।

Advertisement
কলকাতা পুরসভায় নার্স নিয়োগ, কীভাবে আবেদন-মাইনে কত?
হাইলাইটস
  • ৩০ জন নার্স নিয়োগ করা হবে
  • ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

স্টাফ নার্স পদে নিয়োগ করছে কলকাতা পুরসভায় (KMC Staff Nurse Recruitment 2023)। যে কোনও ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষদিন ১৫ মার্চ ২০২৩। আমরা এই প্রতিবেদনে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) এই নিয়োগ (KMC Recruitment 2023) সংক্রান্ত সমস্ত বিস্তারিত জানব।

পদের নাম

স্টাফ নার্স (Staff Nurse)

মোট শূন্যপদ

৩০ টি। (UR- 15, SC-7, ST-2, OBC-6)

শিক্ষাগত যোগ্যতা

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিএনএম/বিএসসি নার্সিং (GNM/ B.SC Nursing Course) করা থাকলে আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে এখানে ক্লিক করুন।

বয়স

প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা।

কীভাবে নিয়োগ

মেধা ও ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ দেওয়া হবে। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Chief Municipal Health Office, Kolkata Municipal Corporation CMO Bldg,5,S.N. Banarjee Road, Kolkata-700013

আবেদন ফি

এই নিয়োগের জন্য কোনও আবেদন ফি নেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ:

অফলাইনে আবেদন করার শুরুর তারিখ: ৯ মার্চ ২০২৩

অফলাইনে আবেদন করার শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৩

আরও পড়ুন: Civic Volunteers Into Police: এক ধাক্কায় মাইনে বাড়বে ১৪ হাজার, সিভিক ভলান্টিয়ার থেকে কনস্টেবল হলে আর কী কী সুবিধা?

Advertisement

POST A COMMENT
Advertisement