scorecardresearch
 

Civic Volunteers Into Police: এক ধাক্কায় মাইনে বাড়বে ১৪ হাজার, সিভিক ভলান্টিয়ার থেকে কনস্টেবল হলে আর কী কী সুবিধা?

কনস্টেবলরা পদোন্নতির কারণে অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন। ফলে কনস্টেবল পদে শূন্যপদ সৃষ্টি হচ্ছে। সেই সব শূন্যপদে সিভিক ভলান্টিয়ারদের নেওয়া যেতে পারে।

Advertisement
সিভিক থেকে কনস্টেবল হলে আর কী কী সুবিধা সিভিক থেকে কনস্টেবল হলে আর কী কী সুবিধা
হাইলাইটস
  • বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে ৯ হাজার টাকা পান
  • সিভিক ভলান্টিয়ারদের কোনও অস্ত্র প্রশিক্ষণ নেই

ভাল কাজ করা সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) কনস্টেবলের (Constable) পাকা চাকরি দেওয়ার বিষয়ে ভাবনা-চিন্তা করছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এনিয়ে উদ্যোগী হয়েছেন। নবান্নের একটি বৈঠকে সিভিক ভলান্টিয়ারদের পদোন্নতির ইঙ্গিত দিয়েছেন তিনি। সিভিক ভলান্টিয়াররা ভাল কাজ করলে তাঁদের কনস্টেবল (Constable) হিসাবে পাকা চাকরি দেওয়া যায় কি না তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। রাজ্য স্বরাষ্ট্র দফতরকে তিনি এই নির্দেশ দিয়েছেন। সিভিক ভলান্টিয়ারদের নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন পরিকল্পনা পঞ্চায়েত ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কনস্টেবলরা পদোন্নতির কারণে অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন। ফলে কনস্টেবল পদে শূন্যপদ সৃষ্টি হচ্ছে। সেই সব শূন্যপদে সিভিক ভলান্টিয়ারদের নেওয়া যেতে পারে।

আরও পড়ুন: Civic Volunteers: সিভিক ভলান্টিয়ার থেকে কনস্টেবলের পাকা চাকরির সুযোগ, কীভাবে? মমতা যা জানালেন

বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে ৯ হাজার টাকা বেতন পান ৩০ দিন কাজ করার জন্য। তাঁদের ৮ ঘণ্টা ডিউটি করতে হয়। তবে অন্য পরিস্থিতিতে কাজের সময় বাড়তেও পারে।  তাঁরা বছরে ১৪টি ক্যাসুয়াল লিভ পান। এছাড়াও ৫০ দিনের সবেতন মেডিকেল লিভ পান। তাঁদের মেডিক্লেম আছে। সেখানে পরিবারের সর্বাধিক ৬ জনকে রাখা যেতে পারে। দুর্ঘটনাজনিত সুবিধা আছে। কাজ করতে গিয়ে কোনও সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হলে পরিবারের একজনকে কাজ দেওয়া হয়। এছাড়াও সরকারের তরফে পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়। যদিও সিভিক ভলান্টিয়ারদের কোনও অস্ত্র প্রশিক্ষণ নেই।

কনস্টেবল হলে তাঁরা যে যে সুবিধা পেতে পারেন:

মূল মাইনে বেড়ে হতে পারে ২২ হাজার ৭০০ টাকা প্রতি মাসে। এছাড়াও তাঁরা বাড়ি ভাড়া ভাতা হিসেবে মূল মাইনের ১২ শতাংশ পেতে পারেন। রেশনের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা পেতে পারেন। মেডিকেল অ্যালাউন্স হিসেবে মাসে ৫০০ টাকাও মিলতে পারে। কনস্টেবলরা বছরে ১৪টি সিএল পান। এছাড়াও পুজোয় ডিউটি করলে অতিরিক্ত ১৩ দিনের ছুটি মেলে। মেডিকেল লিভ পান ৩০টা। মাইনে ছাডা়ও তাঁরা অবসরকালীন পেনশন পাওয়ার যোগ্য। এছাড়াও বছরে ১ লাখ টাকার মেডিক্লেমও পান কনস্টেবলরা। যেখানে পরিবারের ৪ জনকে রাখা যায়।

Advertisement

নবান্ন সূত্রে খবর, সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবল পদে পদোন্নতির ক্ষেত্রে তিনটি বিষয় মাথায় রাখা হবে। তাঁরা সঠিক ভাবে দায়িত্ব পালন করছেন কি না। যে থানায় কনস্টেবল পদ খালি রয়েছে, সেখানেই নিয়োগ দেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ করা সিভিক ভলান্টিয়ারকেই কনস্টেবল পদে পাকা চাকরি দেওয়া হবে। জেলার পুলিশ সুপারের উপরে এই সুপারিশের দায়িত্ব বর্তাবে। তাঁদের নিয়োগ ব্যবস্থা ও চাকরির শর্ত কী হবে তা বিবেচনা করে দেখবে স্বরাষ্ট্র দফতর। সিভিক থেকে কনস্টেবল হলে কী কী সুবিধা পাওয়া যাবে সেটাও বিবেচনাধীন।

আরও পড়ুন: Apon Bangla Card: প্রবাসে বিপদে পড়েছেন? বাঁচাবে 'আপন বাংলা কার্ড', কীভাবে পাবেন-কী সুবিধা?

Advertisement