কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) ‘সাব-ওভারসিয়ার (গ্রেড-৪)’ পদের জন্য নিয়োগ (KMC Sub Overseer Recruitment) চলছে। মোট ৭৫ জনকে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (West Bengal Municipal Service Commission) মাধ্যমে এই নিয়োগ করা হবে। ২৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন আগ্রহী ও যোগ্য প্রার্থীরা। আমরা এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানাব। অফিসিয়াল নোটিফিকেশ দেখুন এখানে ক্লিক করে।
পদের নাম:
সাব ওভারসিয়ার
মোট শূন্যপদ:
৭৫
শিক্ষাগত যোগ্যতা:
যে কোনও স্বীকৃত বোর্ড/কাউন্সিল থেকে মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স:
১৮-৪০ বছর। ১.১.২০২২তারিখে বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। OBC এবং SC/ST প্রার্থীরা বয়সে যথাক্রমে ৩ বছর এবং ৫ বছর ছাড় পাবেন। PWD প্রার্থীরা সরকার অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন: মাসিক বেতন স্কেল অনুযায়ী হবে।
আবেদন ফি: সাধারণ ও ওবিসি প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যদের ৫০ টাকা ফি দিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশ দেখুন এখানে ক্লিক করে।
নির্বাচনের পদ্ধতি:
অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে। ২০০ নম্বরের অনলাইন পরীক্ষায় নিম্নলিখিত ৬টি বিষয়ের উপর ভিত্তি করে ১০০টি প্রশ্ন থাকবে। (i) সাধারণ জ্ঞান (ভারতীয় ইতিহাস ও ভারতীয় ভূগোল সহ), (ii) ইংরেজি, (iii) কারেন্ট অ্যাফেয়ার্স, (iv) বিজ্ঞান, (v) গণিত এবং (vi) যুক্তি। প্রতিটি ভুল উত্তরের জন্য ১ মার্কের নেগেটিভ মার্কিং থাকবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ৪০ নম্বরের ইন্টারভিউ পরীক্ষার জন্য ডাকা হবে।
আরও চাকরির খবর: Army Public School Teacher Recruitment 2023: শিক্ষক নিয়োগ হচ্ছে আর্মি পাবলিক স্কুলে, জলদি আবেদন করুন
কীভাবে আবেদন:
প্রার্থীদের এই www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষদিন ২৮ জানুয়ারি। প্রথমে প্রার্থীকে এই ওয়েবসাইটে যেতে হবে এবং প্রাথমিক বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে, প্রার্থীরা প্রয়োজনীয় পাসওয়ার্ড এবং লগ-ইন আইডি পাবেন। এর পরে প্রার্থীকে সমস্ত প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ডিজিটাল ফর্ম্যাটে পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তারপরে প্রার্থীকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট'-এ ক্লিক করে ডেটা যাচাই করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আবেদন ফি দিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশ দেখুন এখানে ক্লিক করে।