scorecardresearch
 

WB Madhyamik Routine 2023: ইতিহাস পরীক্ষা তো পিছিয়ে গেল, মাধ্যমিকের নয়া রুটিনে কবে কী পরীক্ষা? দেখুন

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিহাস পরীক্ষার দিনবদল হলেও পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে। বাকি পরীক্ষার দিনগুলিতেও কোনও পরিবর্তন হচ্ছে না।

Advertisement
মাধ্যমিক পরীক্ষার রুটিন মাধ্যমিক পরীক্ষার রুটিন
হাইলাইটস
  • মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ২৩ ফেব্রুয়ারি
  • পরীক্ষা চলবে ৪ মার্চ পর্যন্ত

মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপ নির্বাচনের (Murshidabad Sagardighi By Election 2023) কারণে মাধ্যমিকের (Madhyamik Exam 2023) ইতিহাস পরীক্ষার (History Paper) দিন বদল হয়েছে। ২৭ ফেব্রুয়ারিতে ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন সেই পরীক্ষা ১ মার্চ হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিহাস পরীক্ষার দিনবদল হলেও পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে। বাকি পরীক্ষার দিনগুলিতেও কোনও পরিবর্তন হচ্ছে না।

মন্ত্রী সুব্রত সাহার (Subrata Saha) প্রয়াণে খালি হওয়া সাগরদিঘি আসনটি খালি রয়েছে। বুধবার উপনির্বাচন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। এই আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ভোটগণনা ২ মার্চ। যদিও উপ নির্বাচনের দিন ঘোষণার পরে দেখা যায় ওই দিন আবার মাধ্যমিকের ইতিহাস বিষয়ের পরীক্ষা রয়েছে। একই দিনে উপনির্বাচন ও মাধ্যমিক পরীক্ষা পড়ে যাওয়াতে সমস্যা তৈরি হয়। পরীক্ষার্থী এবং অভিভাবকরা এনিয়ে চিন্তায় পড়ে যান।

আরও পড়ুন:SSC MTS-Havaldar Recruitment 2023: মাধ্যমিক পাশে SSC-তে ১১ হাজারের বেশি নিয়োগ, কীভাবে আবেদন? বিস্তারিত

এরপরই পর্ষদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় দিন বদলের। একটি নোটিস জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেখানে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ হবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ৪ মার্চ পর্যন্ত।

ইতিহাস পরীক্ষার দিন বদলের পর মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি (WB Madhyamik Routine 2023):

  • ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা
  • ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা 
  • ২৫ ফেব্রুয়ারি ভূগোল বিষয়ের পরীক্ষা হবে
  • ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান বিষয়ের পরীক্ষা 
  • ২ মার্চ হবে অঙ্ক বিষয়ের পরীক্ষা
  • ৩ মার্চ ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে
  • ৪ মার্চ হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

Advertisement

Advertisement