Madhyamik admit card 2025: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে রুটিন, একনজরে সব গুরুত্বপূর্ণ তারিখ

Madhyamik Exam 2025: আগামী ৩০ জানুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

Advertisement
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে রুটিন, একনজরে সব গুরুত্বপূর্ণ তারিখMadhyamik exam 2025: মাধ্যমিক ২০২৫-এর পরীক্ষার অ্যাডমিট কার্ড ও রুটিন।
হাইলাইটস
  • আগামী ৩০ জানুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর অ্যাডমিট কার্ড।
  • অনলাইনে ভুল সংশোধনের কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে পর্ষদ।
  • ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে পরীক্ষা শুরু।

Madhyamik Exam 2025: আগামী ৩০ জানুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

অ্যাডমিট কার্ডের ভুল সংশোধনের সময় 

যদি কোনও ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ডে ভুল থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে ৬ ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে গিয়ে লিখিত দরখাস্তের মাধ্যমে তা সংশোধন করাতে হবে। অনলাইনে ভুল সংশোধনের কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে পর্ষদ।


মাধ্যমিক পরীক্ষা ২০২৫ রুটিন (Madhyamik 2025 Routine):

  • ১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা
  • ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা
  • ১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক
  • ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস
  • ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল
  • ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান
  • ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান
  • ২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়

মাধ্যমিক পরীক্ষা ২০২৫ সময়সূচি

পরীক্ষা সকাল ১০:৪৫ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। সকাল ১০:৪৫-১১টা পর্যন্ত। লেখা শুরু করা যাবে সকাল ১১টা থেকে। পরীক্ষার মোট সময় তিন ঘণ্টা।


পরীক্ষা মাঝে ক'দিন ছুটি:

  • প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষার পরে অঙ্কের আগে চারদিন ছুটি।
  • ইতিহাস পরীক্ষার আগেও একদিন ছুটি।
  • তবে, ভূগোল, জীবনবিজ্ঞান, এবং ভৌতবিজ্ঞান পরীক্ষার আগে কোনও ছুটি নেই।

অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিসের সুযোগ বাড়ছে

এবারে মাধ্যমিক ২০২৫-এ অঙ্কের আগে লম্বা ছুটি দেওয়া হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা শেষ চারদিনে সম্পূর্ণ অঙ্ক সিলেবাস রিভাইস-প্র্যাকটিসের সুযোগ পাবে। শিক্ষকরা বলছেন, এই চারদিনের জন্য প্রথমেই প্ল্যান করে সম্পূর্ণ অঙ্কের সিলেবার ৪ ভাগে ভাগ করে নিতে হবে। এরপর ৪দিনে পুরোটা খাতায় কষে ফেলতে হবে। সেটা করলেই অঙ্ক কমন পড়তে বাধ্য। তবে অন্য বিষয়গুলির ক্ষেত্রে আগে থেকেই পড়ুয়াদের প্রস্তুত থাকতে হবে। 

POST A COMMENT
Advertisement