আজ সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা (Madhyamik Exam Math Question 2022)। আর অঙ্ক পরীক্ষা মানেই বেশিরভাগ পরীক্ষার্থীদের কাছে রীতিমতো চিন্তার বিষয়। অন্যান্যদিনের মতো এদিনও পরীক্ষার্থীদের সময় দেওয়া হয় মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। তারমধ্যে প্রথম ১৫ মিনিট ছিল শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। পরের ৩ ঘণ্টায় প্রশ্নের উত্তর লেখে পরীক্ষার্থীরা। চলুন দেখে নেওয়া যাক মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার কিছু প্রশ্ন।
প্রশ্ন - ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। একবছর পর ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে-
উত্তর (এ) - 1,000 টাকা
(বি) - 2,000 টাকা
(সি) - 3,000 টাকা
(ডি) - 4,0000 টাকা
প্রশ্ন - দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্তদুটির সাধারণ স্পর্শক সংখ্যা -
উত্তর (এ) - 2টি
(বি) - 1টি
(সি) - 3টি
(ডি) - 4টি
প্রশ্ন - A:B=2:3, B:C=5:8, C:D=6:7 হলে, A:D= কতো?
উত্তর (এ) - 2:7
(বি) - 7:2
(সি) - 5:8
(ডি) - 5:14
প্রশ্ন - কোনও স্থানের লোকসংখ্যা 13,310 জন ছিল। কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে?
প্রশ্ন - কোনও মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা ও এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো।
প্রশ্ন - 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কতো হবে?
আরও পড়ুন - মাধ্যমিক পাশে ভারতীয় সেনায় চাকরির সুযোগ, বেতন ৫৬ হাজার টাকা