Madhyamik Exam Result 2022 : ৩ জুন মাধ্যমিকের রেজাল্ট, ঘোষণা পর্ষদের

এই বছর ৭ মার্চ শুর হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম ছিল না। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর মোট সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। 

Advertisement
৩ জুন মাধ্যমিকের রেজাল্ট, ঘোষণা পর্ষদেরপ্রতীকী ছবি
হাইলাইটস
  • মাধ্যমিকের ফল ৩ জুন
  • ফল দেখা যাবে ওয়েবসাইটে
  • জানিয়ে দিল পর্ষদ

আগামী ৩ তারিখ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। সকাল ৯টায় প্রকাশিত হবে ফল। জানালো মধ্যশিক্ষা পর্যদ। ওয়েবসাইটে দেখা যাবে ফল। এদিকে রেজাল্টের দিনক্ষণ ঘোষণা হতেই চাপা টেনশান শুরু পরীক্ষার্থীদের মধ্যে।

করোনার জেরে কার্যত ২ বছর পর অফলাইনে হয় মাধ্যমিক পরীক্ষা। ২০২১ সালে পরীক্ষাই হয়নি। সেইদিক থেকে দেখতে গেলে একপ্রকার ২ বছর পরেই এবার অফলাইনে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। যা নিয়ে পরীক্ষার্থীদের একাংশের মধ্যে বিশেষ উৎসাহও লক্ষ্য করা গিয়েছিল।

এই বছর ৭ মার্চ শুর হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম ছিল না। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর মোট সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। 

পর্ষদের নিয়ম মাফিক, এবারেও পরীক্ষার সময় ছিল মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। তার মধ্যে প্রথম ১৫ মিনিট দেওয়া হত প্রশ্নপত্র পড়ে দেখার জন্য। পরের ৩ ঘণ্টায় উত্তর লেখে পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষাতেও নিরাপত্তায় বিশেষ জোর দেয় পর্ষদ। প্রশ্নফাঁস তথা যেকোনও রকমের বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা চলাকালীন কয়েকটি জেলায় ইন্টারনেট বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া পরীক্ষা চলাকালীন সমস্ত করোনা বিধিও মেনে চলা হয়। 

আরও পড়ুন১২ লক্ষ টাকা খরচ করে মানুষ থেকে 'কুকুর' হলেন এই ব্যক্তি, দেখুন Video

POST A COMMENT
Advertisement