Madhyamik Exam 2025 Question Paper: মাধ্যমিকে বাংলা প্রশ্নপত্র, এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন?

শুরুতেই রয়েছে মাল্টিপল চয়েজ প্রশ্নোত্তর। দেখে নিন তো উত্তর দিতে পারেন কিনা। সব কটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন প্রতিবেদনের একেবারে শেষে। 

Advertisement
মাধ্যমিকে বাংলা প্রশ্নপত্র, এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন?মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র।
হাইলাইটস
  • শুরুতেই রয়েছে মাল্টিপল চয়েজ প্রশ্নোত্তর।
  • দেখে নিন তো উত্তর দিতে পারেন কিনা।

সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে ৩ ঘণ্টা। শুরুর ১৫ মিনিট প্রশ্নপত্র পড়তে দেওয়া হয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষায় বাংলার প্রশ্নপত্র কেমন হল, তার একটি নমুনা আপনাদের তুলে ধরা হল। 

শুরুতেই রয়েছে মাল্টিপল চয়েজ প্রশ্নোত্তর। দেখে নিন তো উত্তর দিতে পারেন কিনা। সব কটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন প্রতিবেদনের একেবারে শেষে। 

১। অনুসর্গ প্রধান কারক হল- 

ক) চার প্রকার।
খ) তিন প্রকার।
গ) দুই প্রকার।
ঘ) পাঁচ প্রকার।


২।  বুলবুলিতে ধান খেয়েছে- 

ক) অধিকরণ কারক।
খ) কর্তৃকারক।
গ) কর্মকারক।
ঘ) অপাদান কারক।

৩। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে? 

ক) দ্বন্দ্ব সমাসে।
খ) কর্মধারায় সমাস।
গ) বহুরীতি সমাস।
ঘ) দ্বিগু সমাস।

৪। যে সমাসে পূর্বপদে উপমেয় ও  পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে বলে- 

 ক) রূপক কর্মধারয়।
খ) উপমিত কর্মধারয়।
গ) উপমান কর্মধারয়।
ঘ) সাধারণ কর্মধারয়।

৫। তবু লিখছে। লুকিয়ে লিখছে- এভাবে লেখার কারণ কী?

 ক) যেন ভূতে পেয়েছে।
খ) যেন স্বপ্নে পেয়েছে।
গ) যেন নেশায় পেয়েছে।
ঘ) এক আনন্দের অনুভূতি।


৬। নদেরচাঁদের বয়স হলো- 

 ক) ত্রিশ বছর।
খ) পঁয়ত্রিশ বছর।
গ) চল্লিশ বছর।
ঘ) পঁচিশ বছর। 

৭। গিরীশ মহাপাত্রের জামার রং ছিল- 

ক) গেরুয়া। 
খ) নীল।
গ) রামধনু।
ঘ) লাল।

৮। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল- 

ক) অন্ধকার। 
খ) উদভ্রান্ত।
গ) শান্ত।
ঘ) আন্তরিক।

৯। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সমন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, তাকে বলে- 

ক) যোগ্যতা। 
খ) আকাঙ্ক্ষা।
গ) আসত্তি।
ঘ) যোগ্যতাশূন্য।

১০। আবার তোরা মানুষ হ। বাক্যটি-

ক) নির্দেশক বাক্য। 
খ) আবেগসূচক বাক্য।
গ) অনুজ্ঞাসূচক বাক্য।
ঘ) প্রার্থনাসূচক বাক্য।

১১। ভাববাচ্যে প্রাধান্য পায়- 

ক) কর্তার ভাব।
খ) কর্মের ভাব।
গ) কর্মকর্তৃবাচ্যের ভাব।
ঘ) ক্রিয়ার ভাব। 

১২।  আমি তোমাকে বইটি দিলাম- এটি কোন বাচ্যের উদাহরণ?

ক) কর্তৃবাচ্যের।
খ) কর্মবাচ্যের।
গ) ভাববাচ্যের।
ঘ) কর্মকর্তৃবাচ্যের।


এছাড়া পাঠ্যবই থেকে এসেছে ছোট ও বড় প্রশ্ন। রচনা এবং বড় প্রবন্ধও রয়েছে বাংলার প্রশ্নপত্রে। রইল-      

Advertisement

কম-বেশি ১৫০ শব্দে যে কোনও একটি প্রশ্নের উত্তর দিন- 

১। জলের অপচয় রোধে সচেতনতা শিবির- প্রতিবেদন রচনা।

২। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা। 

কমবেশি ৪০০ শব্দে যে কোনও একটি বিষয়ে প্রবন্ধ রচনা- 

১। সময়ের মূল্য।
২। দৈনন্দিন জীবনে বিজ্ঞান।
৩। চরিত্র গঠনে খেলাধূলার ভূমিকা।
৪। বনসংরক্ষণ। 


মাল্টিপল চয়েজ প্রশ্নের উত্তর- 

১। খ) তিন প্রকার।
২। খ) কর্তৃকারক।
৩। ক) দ্বন্দ্ব সমাসে।
৪। খ) উপমিত কর্মধারয়।
৫। গ) যেন নেশায় পেয়েছে।
৬।  ক) ত্রিশ বছর।
৭। ক) গেরুয়া। 
৮। গ) শান্ত।
৯। গ) আসত্তি।
১০। ঘ) প্রার্থনাসূচক বাক্য।
১১। ঘ) ক্রিয়ার ভাব। 
১২। ক) কর্তৃবাচ্যের।
 

POST A COMMENT
Advertisement