Madhyamik Result 1st Position 2024: মাধ্যমিক ২০২৪-এর ফল প্রকাশিত, প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

মাধ্যমিক ২০২৪-এর ফলপ্রকাশিত হল। এবছর প্রথম স্থান অর্জন করেছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন। কোচবিহার রামভোলা স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাম্যপ্রিয় গুরু। তিনি পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। 

Advertisement
মাধ্যমিক ২০২৪-এর ফল প্রকাশিত, প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেনমাধ্যমিকের প্রথম চন্দ্রচূড় সেন

Madhyamik 10th Result 2024: মাধ্যমিক ২০২৪-এর ফলপ্রকাশিত হল। এবছর প্রথম স্থান অর্জন করেছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন। কোচবিহার রামভোলা স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাম্যপ্রিয় গুরু। তিনি পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। 

এবছর মোট পাশের সংখ্যা ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ পাশ। এবছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৯০ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে। পাসের হারে কালিম্পং সবথেকে এগিয়ে। দ্বিতীয় পূর্ব মেদিনীপুর, তৃতীয় কলকাতা। এবার প্রথম দশে আছেন ৫৭ জন। প্রথম স্থানে আছেন একজন। দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে। 

ভোটের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ। ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ৯ লক্ষের বেশি পরিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মার্কশিট পাওয়া যাবে।

রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে আজতক বাংলায় এভাবে দেখুন মাধ্যমিকের ফলাফল-

এই লিঙ্কে ক্লিক করুন- https://bangla.aajtak.in/board-exam-results/wbbse-west-bengal-board-10th-result

অনলাইনে কীভাবে মাধ্যমিকের ফল দেখবেন?
সকাল পৌনে ১০টা থেকে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট দেখতে পারবেন bangla.aajtak.in-এ। ক্লিক করুন এখানে। এছাড়াও রেজাল্ট দেখা যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা www.wbresults.nic.in -এ। এ ছাড়াও এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে রেজ়োল্ট। পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে সকাল ১০টা থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে, যাতে দ্রুত ছাত্রছাত্রীদের কাছে মার্কশিট এবং শংসাপত্র পৌঁছে যায়। 

 

POST A COMMENT
Advertisement