Bengal Students Scholarship: রাজ্যে এবার ৮০০ টাকা করে ভাতা লক্ষ লক্ষ পড়ুয়াকে, কারা-কীভাবে পাবেন?

সাধারণত মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে। তবে এ দিন মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি থাকায় বৈঠক হয় সল্টলেকের উন্নয়ন ভবনে। বইমেলার উদ্বোধন সেরেই মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান বীরভূম। তার আগে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি পড়ুয়াদের ৮০০ টাকা করে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে। 

Advertisement
এবার ৮০০ টাকা করে ভাতা লক্ষ লক্ষ পড়ুয়াকে, কারা-কীভাবে পাবেন?  মেধাশ্রী প্রকল্প।
হাইলাইটস
  • ওবিসি পড়ুয়াদের মেধাশ্রী প্রকল্পে সিলমোহর মন্ত্রিসভার।
  • বছরে ৮০০ টাকা পাবে লক্ষ লক্ষ পড়ুয়া।

ঘোষণা করেছিলেন চলতি মাসেই। সেই ঘোষণাই অনুমোদন পেল রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটা সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া। ৮০০ টাকা করে ভাতা পেতে চলেছে রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়ারা (OBC)। আলিপুরদুয়ারের সভায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে মেধাশ্রী প্রকল্পে পড়ে সিলমোহর। সাধারণত মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে। তবে এ দিন মুখ্যমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি থাকায় বৈঠক হয় সল্টলেকের উন্নয়ন ভবনে। বইমেলার উদ্বোধন সেরেই মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান বীরভূম। তার আগে মন্ত্রিসভার বৈঠকে ওবিসি পড়ুয়াদের ৮০০ টাকা করে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে। 

 দিন কয়েক আগে আলিপুদুয়ারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় মেধাশ্রী প্রকল্পের ঘোষণা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ওবিসি পড়ুয়াদের বৃত্তির টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এবার ওই টাকা রাজ্য সরকার দেবে বলেও জানিয়েছিলেন মমতা। তার পরই তিনি জানান,'ওবিসিদের বৃত্তি বন্ধ করে দিয়েছে। আমি সাইকেল দিলে সব ধর্ম, জাতি, বর্ণের লোক পায়। আমি আপনাদের পাহারাদার। ওবিসি বৃত্তির ৮০০ টাকা আমরা দেব। কিন্তু ভোটের সময় বলতে আসবেন না ওবিসি বন্ধুরা আমায় ভোট দাও।'

নবান্ন সূত্রের খবর, মেধাশ্রী প্রকল্পে অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত পড়ুয়ারা বছরে পাবেন ৮০০ টাকা করে বৃত্তি। প্রতি বছর প্রায় ২ লক্ষ ৬৩ হাজার পড়ুয়াকে তা দেওয়া হবে। এটা প্রাক-মাধ্যমিক বৃত্তি। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ওবিসি পড়ুয়াদের বৃত্তি কেন্দ্রীয় সরকার বন্ধ করায় রাজ্য দায়িত্ব নেবে। 

আরও পড়ুন- বইমেলায় ৬-৬টি বই প্রকাশ মমতার, জানুন কী নাম, কী বিষয় নিয়ে লেখা?

Advertisement

POST A COMMENT
Advertisement