scorecardresearch
 

NEET UG Counselling 2021: ২য় রাউন্ড কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন শুরু, এই লিঙ্কে করুন ক্লিক

অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in-এ গিয়ে করা যাচ্ছে রেজিস্ট্রেশন। দ্বিতীয় রাউন্ডের জন্য MCC NEET কাউন্সেলিং সময়সূচী, রেজিস্ট্রেশন এবং ফি প্রদানের উইন্ডো আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • আজ শুরু হল রেজিস্ট্রেশন
  • চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত
  • ২৬ তারিখ ফলাফল

আজ ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট, NEET UG 2021 Counselling-এর দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন। অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in-এ গিয়ে করা যাচ্ছে রেজিস্ট্রেশন। দ্বিতীয় রাউন্ডের জন্য MCC NEET কাউন্সেলিং সময়সূচী, রেজিস্ট্রেশান এবং ফি প্রদানের উইন্ডো আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে। 

যে প্রার্থীরা শেষ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তাঁরা ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে চয়েস ফিলিং এবং লক করতে পারবেন। রাউন্ড ২ NEET UG কাউন্সেলিং-এর ফলাফল ২৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। 

NEET UG Counselling 2021 : এভাবে করুন রেজিস্ট্রেশন

১. সরকারি ওয়েবসাইট mcc.nic.in-এ যান
২. আন্ডার গ্র্যাজুয়েট ট্যাবে ক্লিক করুন
৩. এবার রেজিস্ট্রেশান লিঙ্কে গিয়ে ডিটেলস দিন
৪. তথ্য দিয়ে রেজিস্টার করুন ও ক্রেডেনশিয়াল জেনারেট করুন
৫. এবার লগ ইন করে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করুন
৬. ডকুমেন্ট আপলোড ও রেজিস্ট্রেশন ফি দিয়ে সাবমিট করুন
৭. পূরণ করা অ্যাপ্লিকেশান ফর্মটির প্রিন্টআউট নিন

এর আগে ২ ফেব্রুয়ারি প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট জারি করেছিল MCC। দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন।  

আরও পড়ুনমরুভূমিতে ৫৮ ডিগ্রি উষ্ণতায় জল ছাড়াই বেঁচে থাকে এই গাছ, বাঁচায় গরম থেকেও

 

Advertisement