Oil And Natural Gas Corporation বা ONGC-তে চাকরির সুযোগ। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র, কেমিস্ট, জিয়োলজিস্ট, জিওফিজিসিস্ট-এর মতো বিভিন্ন পদে করা হচ্ছে নিয়োগ। আবেদনের শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২২। যে সমস্ত প্রার্থীর কাছে GATE ২০২২-এর স্কোর কার্ড রয়েছে, তাঁরা এই পদগুলিতে আবেদন করতে পারেন। মোট ৮৭১টি শূন্যপদে হবে নিয়োগ। recruitment.ongc.co.in-এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
গেট স্কোর ছাড়াও প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এই পদগুলিতে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। ওবিসিদের জন্য ৩৩ বছর, এসসি ও এসটিদের জন্য ৩৫ বছর এবং পিডব্লুডি প্রার্থীদের জন্য ৪০ বছর। তবে আবেদনের আগে বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে নেবেন।
নির্বাচন প্রক্রিয়া ও বেতন
গেট স্কোর, যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে প্রার্থীদের। সফল প্রার্থীদের বেতন হবে মাসে ৬০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা।
এভাবে করুন আবেদন
প্রথম ধাম - ongcindia.com ওয়েবসাইটে যান।
দ্বিতীয় ধাপ - হোম পেজে কেরিয়ার ট্যাবে ক্লিক করুন।
তৃতীয় ধাপ - এবার 'Online Registration for Recruitment of GTs in Geoscience & Engineering disciplines (E1 Level) through GATE-2022 22 Sep, 2022' লিঙ্কে করুন।
চতুর্থ ধাপ - সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং আবেদন পত্র পূরণ করুন।
চতুর্থ ধাপ - আবেদনের ফি জমা দিন।
ষষ্ঠ ধাপ - সবশেষে কনফার্মেশন পেজ প্রিন্ট করে নিজের কাছে রাখুন।
আরও পড়ুন - জগদ্দলে শিশুকন্যাকে যৌন নির্যাতন, ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুমকি