scorecardresearch
 

Optical Illusions : ছবিতে একটি কুকুর ঘাপটি মেরে রয়েছে, খুঁজে বের করুন দেখি

আপনি এই ছবিতে দেখতে পাবেন যে সেখানে অনেকগুলি টব রয়েছে। আর সেগুলির মধ্যে রয়েছে গাছ। আসলে ছবিটি হল একটি সুন্দর বাগানের। এছাড়াও ছবিতে রয়েছে অনেক পাখি। পাশাপাশি পুকুরও দেখা যাচ্ছে ছবিটিতে। এককথায় ছবিটিতে একটি মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। তবে সেই ছবিটিতে একটি কুকুরও রয়েছে। সেটি চোখের সামেন থাকলেও এমনভাবে রয়েছে যে সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই কুকুরটিকেই খুঁজে বের করতে হবে আপনাকে।

Advertisement
Optical Illusions Optical Illusions
হাইলাইটস
  • ছবিতে রয়েছে একটি বাগান
  • সেখানে রয়েছে একটি কুকুরও
  • দেখুন তো খুঁজে পান কিনা

ছবির মধ্যে লুকিয়ে থাকা কোনও জিনিসকে খুঁজে বের করা অনেকেরই শৈশবে খুব প্রিয় খেলা (Find Out The Object From Image)। এখন এই গেমের অনলাইন সংস্করণও এসেছে। অপটিক্যাল ইলিউশনযুক্ত (Optical Illusions) বিভিন্ন ছবি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়। আর সেই পাজলগুলি সলভ করতেও বেশ ভাল লাগে। তাই আপনিও যদি এই ধরনের পাজল সলভ করতে ভালবাসেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এই প্রতিবেদনে আমরা তেমনই একটি ছবি নিয়ে এসেছি। আর সেই ছবি থেকেই একটি বিষয় আপনাকে খুঁজে বের করতে হবে। যদি পারেন, তাহলে আপনি জিনিয়াস। 

ছবিতে কী দেখা যাচ্ছে?
আপনি এই ছবিতে দেখতে পাবেন যে সেখানে অনেকগুলি টব রয়েছে। আর সেগুলির মধ্যে রয়েছে গাছ। আসলে ছবিটি হল একটি সুন্দর বাগানের। এছাড়াও ছবিতে রয়েছে অনেক পাখি। পাশাপাশি পুকুরও দেখা যাচ্ছে ছবিটিতে। এককথায় ছবিটিতে একটি মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। তবে সেই ছবিটিতে একটি কুকুরও রয়েছে। সেটি চোখের সামেন থাকলেও এমনভাবে রয়েছে যে সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই কুকুরটিকেই খুঁজে বের করতে হবে আপনাকে।

এই কুকুরটি একদম চোখের সামনে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ মানুষই সেটি দেখতে পাচ্ছেন না। তবে আপনি যদি সেই কুকুরটিকে দেখতে পান তাহলে অবশ্যই আপনার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ। আর যদি কুকুরটিকে খুঁজে না পান, তাহলেও দুশ্চিন্তার কিছু নেই। কারণ সেটি খুঁজে বের করতে আমরা আপনাকে সাহায্য করবো।

Optical Illusions
Optical Illusions

কোথায় রয়েছে কুকুরটি?
এই ছবিতে একটি কুকুর রয়েছে। কিন্তু সেটি লুকিয়ে আছে একটি টবের আড়ালে। যে কারণে সেটিকে সহজে দেখা যাচ্ছে না। এছাড়া কুকুরটিকে সহজে খুঁজে না পাওয়ার আরও একটি কারণ হল, সেটির রং টবের মতোই। ছবির ডান দিকে টবটির দিকে তাকালেই আপনি কুকুরটিকে দেখতে পাবেন। আশাকরি এবার নিশ্চয় কুকুরটি আপনার নজরে এসেছ! 

Advertisement

আরও পড়ুন - মেষে ঢুকছে বুধ, ৪ রাশির দারুণ পদোন্নতি-ইনক্রিমেন্ট যোগ; আপনি আছেন?

 

Advertisement