scorecardresearch
 

Optical Illusions Game : ছবি দু'টিতে রয়েছে মোট ৫ পার্থক্য, ৩০ সেকেন্ডে খুঁজতে পারবেন?

সামনে যে ছবিটি রয়েছে, তাতে একটি শিশুকে ভিডিও গেম (Video Game) খেলতে দেখা যাচ্ছে। শিশুটির হাতে ভিডিও গেমের জয়স্টিক রয়েছে। সামনে রয়েছে ভিডিও গেমের স্ক্রিন। এছাড়াও শিশুটির কাছে একটি খাতা ও পেন্সিলও রয়েছে। 

Optical Illusions Optical Illusions
হাইলাইটস
  • দুটি ছবিতে ৫ পার্থক্য
  • খুঁজতে হবে আপনাকে
  • রইল চ্যালেঞ্জ

সোশ্যাল মিডিয়ায় (Social Media) গেমস তো খেলেই থাকেন। সেগুলি খেলে বেশ মজাও পাওয়া যায়। তাতে কখনও ক্যুইজের উত্তর দিতে হয়। কখনও আবার ছবির মধ্যে থাকা কোনও ভুল বা কোনও জিনিস খুঁজে বের করতে হয়। আবার কখনও দুটি ছবির মধ্যে থাকা সূক্ষ্ম পার্থক্য খুঁজে বের করতে হয়। এই প্রতিবেদনেও রয়েছে তেমনই দুটি ছবি (Optical Illusions Pictures), যেখান থেকে আপনাকে ৫টি পার্থক্য খুঁজে বের করতে হবে মাত্র ৩০ সেকেন্ডে। আর সেগুলি আপনি তখনই খুঁজে পাবেন, যখন ছবিগুলি ভাল করে খুঁটিয়ে দেখবেন। 

ছবিতে কী আছে?
সামনে যে ছবিটি রয়েছে, তাতে একটি শিশুকে ভিডিও গেম (Video Game) খেলতে দেখা যাচ্ছে। শিশুটির হাতে ভিডিও গেমের জয়স্টিক রয়েছে। সামনে রয়েছে ভিডিও গেমের স্ক্রিন। এছাড়াও শিশুটির কাছে একটি খাতা ও পেন্সিলও রয়েছে। 

আপনি কি ছবি দুটির মধ্যে ৫ পার্থক্য দেখতে পাচ্ছেন। যদি ইতিমধ্যেই মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে সেগুলি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনার দৃষ্টিশক্তি খুবই প্রখর। আর যদি এখনও না পেয়ে থাকেন, তাহলেও দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ সেগুলি খুঁজতে আমরা আপনাদের সাহায্য করব। 

Optical Illusions
Optical Illusions

ছবির পার্থক্যগুলি জেনে নিন
ছবিতে প্রথম পার্থক্য দেখা যাচ্ছে, ভিডিও গেমের স্ক্রিনে। একটিতে লেখা গেম ওভার, অপরটিতে গেম চলছে। পরের পার্থক্যটি দেখুন, একটি ছবিতে ছেলেটির মাথার ওপরে কালো রঙের স্প্রিংয়ের মতো কিছু দেখা যাচ্ছে। কিন্তু দ্বিতীয় ছবিতে সেটি নেই। তৃতীয় পার্থক্য দেখতে পাবেন ছেলেটির ভ্রু-তে। চতুর্থ পার্থক্য দেখা যাবে ছেলেটির ঠোঁটে। কারণ একটি ছবিতে ছেলেটিকে চিন্তিত দেখাচ্ছে। অপর ছবিতে তাকে হাসতে দেখা যাচ্ছে। পঞ্চম তথা শেষ পার্থক্যটি দেখা যাবে ছেলেটির সামনে যে খাতাটি পড়ে রয়েছে সেখানে। একটিকে খাতাটির দুটি পাতাতেই লেখা রয়েছে। অপরটিতে লেখা রয়েছে শুধু মাত্র একটি পাতায়। এবার নিশ্চয় সবকটি পার্থক্য দেখতে পেয়েছেন। এই ধরনের আরও প্রতিবেদনের জন্য লগ ইন করুন Bangla.Aajtak.In। 


আরও পড়ুন - ছবিতে দু'টিতে খুব সহজেই দেখা যাচ্ছে ৫ পার্থক্য, আপনি দেখতে পেলেন?