
primary tet 2022 final answer keys ২০২২ সালের প্রাথমিক টেটের উত্তরপত্র প্রকাশিত হল। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাউট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org-তে চূড়ান্ত উত্তরপত্র বা ‘ফাইনাল অ্যানসার কি’ দেখতে পারবেন প্রার্থীরা।
গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট আয়োজন করেছিল পর্ষদ৷ পরীক্ষা দিয়েছিল প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। মডেল উত্তরপত্র প্রকাশ করে পরীক্ষার্থীদের থেকে মতামত নিয়েছে পর্ষদ। পরীক্ষা নেওয়ার প্রায় ৫৮ দিনের মাথায় এবার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করল পর্ষদ। কীভাবে দেখবেন?
- প্রথমে যাবেন www.wbbpe.org-তে। তার পর NOTICE: FINAL ANSWER KEYS OF TET-2022-এ ক্লিক করুন। খুলে যাবে পিডিএফ। তাতেই রয়েছে চূড়ান্ত উত্তরপত্র। নিজের কাছে থাকা Question Booklet Code মিলিয়ে নিন।
দেখে নিন চূড়ান্ত উত্তরপত্র-





গত ১১ ডিসেম্বর হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষা। দু'মাসের মধ্যে আজ 'ফাইনাল অ্যানসার কী' প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবারই প্রাথমিক টেটের ফল প্রকাশিত হতে পারে বলে খবর। যদিও বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কোনও প্রতিক্রিয়া বা ঘোষণা মেলেনি।
আরও পড়ুন- চাকরি খোয়াচ্ছেন ৮০০-র বেশি শিক্ষক? হাইকোর্টে যা বলল এসএসসি