scorecardresearch
 

Railway Recruitment 2022 : মাধ্যমিক পাশেই রেলে চাকরি, পরীক্ষাও দিতে হবে না, কীভাবে আবেদন?

Railway Recruitment 2022: সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তা হলে একটা ভাল খবর রয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলে নিয়োগ করা হবে। সেখানে ৫,৬৩৬ শিক্ষানবিশ পদের জন্য আবেদন করার আমন্ত্রণ জানিয়েছে।

Advertisement
রেলে চাকরির ভাল সুযোগ (প্রতীকী ছবি) রেলে চাকরির ভাল সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন
  • তা হলে একটা ভাল খবর রয়েছে
  • উত্তরপূর্ব সীমান্ত রেলে নিয়োগ করা হবে

Railway Recruitment 2022: সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তা হলে একটা ভাল খবর রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলে নিয়োগ করা হবে। সেখানে ৫,৬৩৬ শিক্ষানবিশ পদের জন্য আবেদন করার আমন্ত্রণ জানিয়েছে। 

উত্তর-পূর্ব সীমান্ত রেলে চাকরি ২০২২ (North-East Frontier Railway Recruitment 2022): অনলাইনে আবদন
আগ্রহী প্রার্থীরা NFR-এর অফিসিয়াল সাইট nfr.indianrailways.gov.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া ১ জুন থেকে শুরু হয়েছে। যা ৩০ জুন, ২০২২ পর্যন্ত চলবে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলে চাকরি ২০২২ (North-East Frontier Railway Recruitment 2022): যোগ্যতার
প্রার্থীকে ন্যূনতম ৫০% নম্বর সহ স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষা বা এর সমমানের (১০+২ পরীক্ষা পদ্ধতির অধীনে) পাস করতে হবে। এর পাশাপাশি আইটিআই ডিগ্রি থাকাও প্রয়োজন।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ, তালা ভেঙে খোলা হবে বিশ্বভারতীর হস্টেল

আরও পড়ুন: চিপসের প্যাকেটে সাজানো গাড়িতে বর গেল বিয়ে করতে, ছবি VIRAL

আরও পড়ুন: কমিউনিকেশন স্কিল ভাল করতে চান? রইল ৩ সুপারহিট ফর্মুলা

প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স ২৪ বছরের বেশি হওয়া উচিত নয়।

উত্তর-পূর্ব সীমান্ত রেলে চাকরি ২০২২ (North-East Frontier Railway Recruitment 2022): নির্বাচন প্রক্রিয়া
মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন হবে। সেই ট্রেডে ম্যাট্রিকুলেশন + আইটিআই নম্বরে প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে প্রতিটি ইউনিটে মেধা তালিকা তৈরি করা হবে। কোনটিতে শিক্ষানবিশ করতে হবে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলে চাকরি ২০২২ (North-East Frontier Railway Recruitment 2022): কীভাবে আবেদন করতে হবে?
প্রথম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইট দেখুন - nfr.indianrailways.gov.in।
দ্বিতীয় ধাপ: 'এনএফআর রিক্রুটমেন্ট ২০২২' লেখা লিঙ্কটিতে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং যেমন ভাবে বলা হয়েছে, সেভাবে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
চতুর্থ ধাপ: একবারের রেজিস্ট্রেশন ফর্ম চেক করুন এবং জমা দিন।
পঞ্চম ধাপ: ভবিষ্যতে ব্যবহারের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিজের কাছে রেখে দিন।

Advertisement

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।  

 

Advertisement