scorecardresearch
 

RRC Railway Recruitment 2022 : শুধু স্নাতক হলেই রেলে চাকরি, রইল বেতন ও আবেদনের লিঙ্ক

এই চাকরির জন্য কোনও আবেদন ফি নেই। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই করা যাবে আবেদন। বয়সের ঊর্ধ্বসীমা ৪২। পাশাপাশি সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড়ও পাবেন। সফল প্রার্থীরা সপ্তম CPC লেবল ৫ অনুযায়ী বেতন পাবেন। বিস্তারিত তথ্যর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • SWR-এ চাকরি
  • মোট শূন্যপদ ১৪৭
  • আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল

RRC Railway Recruitment 2022, Government Jobs 2022 : রেলে চাকরি করতে চান? তাহলে এটা হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ। রেলওয়লে রিক্রুটমেন্ট সেল (RRC) দক্ষিণ পশ্চিম রেলওয়েতে (SWR Railway) শূন্যপদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন চাইছে। ইচ্ছুক প্রার্থীরা ২৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। শূন্যপদ মোট ১৪৭। আবেদন, পরীক্ষা ও বাছাই সংক্রান্ত সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট  jobs.rrchubli.in-এ পাবেন চাকরি প্রার্থীরা। 

এই চাকরির জন্য কোনও আবেদন ফি নেই। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই করা যাবে আবেদন। বয়সের ঊর্ধ্বসীমা ৪২। পাশাপাশি সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড়ও পাবেন। সফল প্রার্থীরা সপ্তম CPC লেবল ৫ অনুযায়ী বেতন পাবেন। বিস্তারিত তথ্যর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। 

RRC Railway Recruitment 2022: আবেদনের পদ্ধতি
১. প্রথমে  rrchubli.in ওয়েবসাইটে যান।
২. হোম পেজের মাথায় জব সেকশানে যান।
৩. নোটিফিকেশানের জন্য স্ক্রিনে দেখতে পাওয়া নোটিফিকেশান লিঙ্কটি খুলুন। 
৪. নিজের প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশান করুন। 
৫. এবার লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করুন। 
৬. ডকুমেন্ট ও সই আপলোড করে প্রক্রিয়া সম্পন্ন করুন। 

ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। মালগাড়ি ম্যানেজার পদে নেওয়া হবে প্রার্থীদের। পয়লা এপ্রিল থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল। কম্পিউটার পরীক্ষা, মেডিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। 

আরও পড়ুনবিদ্যুৎ চুরির প্রতিবাদ, নারকেলডাঙায় যুবককে বন্দুকের বাট দিয়ে মারধর

 

Advertisement