শহর কলকাতায় আক্রান্ত প্রতিবাদী। উঠল আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাস্থল নারকেলডাঙা থানা এলাকার কসাই বস্তির সেকেন্ড লেন। আহত যুবকের মাথায় ও ঠোঁটে সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত ওই যুবকের নাম মহম্মদ ওয়াসিম। তাঁর অভিযোগ, ওই এলাকায় মহম্মদ শাহিদ নামে এক যুবক বিদ্যুৎ চুরির ব্যবসা করছে। বিভিন্ন লোকের মিটার থেকে চুরি করা হচ্ছে বিদ্যুৎ। এর ফলে এলাকায় অনেকেরই বিদ্যুতের বিল বেশি আসছে। সেই ঘটনারই প্রতিবাদ করেন তিনি। আর সেই কারণেই তাঁকে টার্গেট করা হয়।
অভিযোগ, ঘটনার দিন সন্ধায় প্রথমে ওয়াসিমকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে শাহিদ। তিন চারবার বন্দুকের ট্রিগারে চাপ দিলেও, সম্ভবত লক হয়ে যাওয়ার কারণেই গুলি বের হয়নি। ফলে বেঁচে যান ওয়াসিব। এরপর বন্দুকের বাট দিয়েই তাঁর ওপরে হামলা চালানো হয়। যার জেরে মাথা ফেটে যায় ওয়াসিমের। কেটে যায় ঠোঁটও। তাঁর ঠোঁটে ৩টি ও মাথাতেও একাধিক সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ শাহিদের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত মহম্মদ শাহিদ ও তার সঙ্গী হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে আগ্নেয়াস্ত্রটিও।
আরও পড়ুন - ফের অসন্তোষের আঁচ রাজ্য বিজেপিতে, কীভাবে সামাল দেবে নেতৃত্ব?