রিডার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI-তে চাকরির সুযোগ। মোট ৯৫০টি সরকারী পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট rbi.org.in-এ তাঁদের আবেদন জমা দিতে পারেন।
গুরুত্বপূর্ণ দিনক্ষণ
আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে করা যাবে রেজিস্ট্রেশান
আবেদনের শেষ তারিখ ৮ মার্চ ২০২২
RBI Assistant Recruitment 2022: কীভাবে করবেন আবেদন?
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট rbi.org.in-এ যান
Applications for 950 Assistant posts-এ লিংকে ক্লিক করুন
নতুন একটি পেজ খুলবে
এবার গুরুত্বপূর্ণ তথ্যগুলি সাবমিট করুন
এরপর আবেদনপত্র ফাইল করুন ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করুন
শেষে আবেদন ফি দিয়ে সাবমিট করুন
আবেদনকারীদের অন্যান্য আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন - ইনি IPL-এর মিস্ট্রি গার্ল, কীভাবে Viral হয়েছিলেন জানেন?