Advertisement

RRB NTPC CBT 1 2021 Results Declared : অপেক্ষার অবসান, ঘোষিত আরআরবি-র রেজাল্ট

Aajtak Bangla | Kolkata | 15 Jan 2022, 5:12 PM IST

RRB NTPC CBT 1 2021 Results Updates: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি সিবিটি ১-এর রেজাল্ট (RRB NTPC CBT 1 2021 Results) প্রকাশ করে দিয়েছে। মুজফফরপুর, বিলাসপুর, শিলিগুড়ি, ভুবনেশ্বর, আজমের,চেন্নাই-সহ আরও কয়েকটি রিজিওনের রেজাল্ট প্রকাশ করেছে।

আরআরবি পরীক্ষার ফল প্রকাশ করেছেআরআরবি পরীক্ষার ফল প্রকাশ করেছে

highlights

      RRB NTPC CBT 1 2021 Results Updates: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি সিবিটি ১-এর রেজাল্ট (RRB NTPC CBT 1 2021 Results) প্রকাশ করে দিয়েছে। মুজফফরপুর, বিলাসপুর, শিলিগুড়ি, ভুবনেশ্বর, আজমের,চেন্নাই-সহ আরও কয়েকটি রিজিওনের রেজাল্ট প্রকাশ করেছে। অপেক্ষার অবসান হল।

      3:36 PM(3 years ago)

      অসন্তোষ

      Posted by :- Abhijit

      রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ক্ষুব্ধ পরীক্ষার্থীদের একাংশ। তাদের অনেকে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছে। চালু হয়েছে #RRB_NTPC_Scam হ্য়াশট্যাগ। টুইট করে নিজেদের প্রতিবাদ জানাচ্ছে তারা।

      12:54 PM(3 years ago)

      সব রিজিওনের রেজাল্ট

      Posted by :- Abhijit

      আরআরবি ১৪টি রিজিওনের রেজাল্টই প্রকাষশ করে দিয়েছে। সরকারি ওয়েবসাইট থেকে তা দেখা যাবে।

      11:28 AM(3 years ago)

      সিবিটি ২

      Posted by :- Abhijit

      যাঁরা সিবিটি ১-এ সফল হয়েছেন, তাঁরা সিবিটি ২-এ বসতে পারবেন। সে ব্য়াপারে ওয়েবসাইটে রয়েছে। 

      10:37 AM(3 years ago)

      ফল কোথায় দেখবেন

      Posted by :- Abhijit

      বিভিন্ন রিজিওনাল ওয়েবসাইটের ঠিকানা-

      এখানে ক্লিক করলেই দেখা যাবে ফলাফল। 

      Advertisement
      10:20 AM(3 years ago)

      টাইপ টেস্ট

      Posted by :- Abhijit

      কাদের দিতে হবে টাইপ টেস্ট
      সিনিয়র ক্লার্ক/ টাইপিস্ট, জুনিয়র অ্য়াকাউন্টস অ্যাসিস্ট্যান্ট/টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, জুনিয়র ক্লার্ক/টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক/টাইপিস্ট, জুনিয়র টাইম কিপরা পদে চাকরির জন্য টাইপিং স্কিল টেস্ট (টিএসটি) দিতে হবে। এটা কোয়ালিফাইং নেচার টেস্ট হবে। টাইপিং স্কিল টেস্টে পাওয়া নম্বর মেরিট লিস্ট তৈরির সময় যোকগ হবে না।

      9:38 AM(3 years ago)

      প্রায় সবই প্রকাশিত

      Posted by :- Abhijit

      মুজফফরপুর, বিলাসপুর, শিলিগুড়ি, ভুবনেশ্বর, আজমের,চেন্নাই-সহ আরও কয়েকটি রিজিওনের রেজাল্ট প্রকাশ করেছে। 

      9:22 AM(3 years ago)

      রেজাল্টের আগে

      Posted by :- Abhijit

      রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিবিটি ১ পরীক্ষার রেজাল্টের ঠিক আগে আরআরবি এনটিপিসি সংক্রান্ত একটি নতুন নোটিশ জারি করেছিল। বোর্ডের ওই নোটিশে বলা হয়েছিল, আরআরবি এনটিপিসি সিইএন ০১/২০১৯-এ ভ্যাকেন্সি রিডিস্ট্রিবিউশন করা হয়েছে। এই বিষয়টি বোঝা প্রার্থীদের জন্য খুবই দরকারি। বোর্ড এক্স-সার্ভিসম্যানের জন্য সংরক্ষণের সংখ্যা ১০ শতাংশ থেকে পরিবর্তন করেছে। 

      9:20 AM(3 years ago)

      সিবিটি ২ কবে

      Posted by :- Abhijit

      ফেব্রুয়ারিতে পরের ধাপ
      এরপর হবে সিবিটি ২। সেটা নেওয়া হবে পরের মাসে মাসে ফেব্রুয়ারিতে। তবে করোনার কারণে একটা অনিশ্চিয়তা রয়েছে। দেশে বাড়ছে সংক্রমণ। তাই নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া যায় কিনা, দেখার।

      9:18 AM(3 years ago)

      শূন্যপদের সংখ্যা

      Posted by :- Abhijit

      এই পরীক্ষার মাধ্যমে রেল মোট ৩৫ হাজার ২৮১ জনকে নেবে বলে ঠিক হয়েছে। ১ কোটির বেশি প্রার্থী এই পরীক্ষার জন্য বসেছিলেন।

      Advertisement
      8:57 AM(3 years ago)

      কী করে দেখবেন রেজাল্ট

      Posted by :- Abhijit

      রেজাল্ট কী করে দেখবেন-

      • সবার আগে আরআরবি-র সরকারি রিজিওনাল ওয়েবসাইটে যেতে হবে
      • হোম পেজে রেজাল্ট লিঙ্কে ক্লিক করতে হবে
      • স্ক্রিনে সিবিটি-২-এর জন্য শর্টলিস্ট হওয়া প্রার্থীদের জন্য পিডিএফ খুলবে
      • এবার ctrl+f টাইপ করুন, নিজের রোল নম্বর দিন
      • ওয়েবসাইটে লগ ইন ডিটেল দিয়ে নিজের স্কোরকার্ড চেক করুন
      Advertisement