RRB NTPC Results Date Declared: রেলে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি বা RRB) নিজেদের সরকারি ওয়েবসাইটে এক বড়সড় ঘোষণা করে দিয়েছে। যেখানে আরআরবি এনটিপিসি ২০২১-এর ফল (RRB NTPC Results)-এর দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে।
কবে ফল
সরকারি ওয়েবসাইট rrbcdg.gov.in থেকে তা দেখা যাবে। সেখানে সেই নোটিশ দেওয়া হয়েছে। তারা জানিয়েছে আরআরবি এনটিপিসি ২০২১-এর ফল (RRB NTPC Results) ১৫ জানুয়ারি প্রকাশিত হবে।
আরও পড়ুন: কলকাতা মেট্রোর টিকিট কাটুন ঘরে বসে, চালু QR Code পরিষেবা
আরআরবি (RRB)-র তরফ থেকে এটি সম্ভাব্য তারিখ বলা হয়েছে। এই পরীক্ষা (RRB NTPC CBT 1) ২০২০ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: সিকিম যাওয়ার কথা ভুলে যান, পর্যটকদের জন্য দরজা বন্ধ করল সরকার
আরআরবি (RRB) ১৬ থেকে ২৩ আগস্ট এনটিপিসি ২০২১ সিবিটি-১ (RRB NTPC CBT 1)-এর আনসার কি প্রকাশ করেছিল। যাঁরা এই ধাপ পার করতে পারবেন, তাঁরা পরের ধাপে যেতে পারবেন। মানে এনটিপিসি সিবিটি-২ (RRB NTPC CBT 2) পরীক্ষা দিতে পারবেন।
আরআরবি এনটিপিসি সিবিটি-১ ২০২১-এর ফল (RRB NTPC Results) দেখার জন্য-
আরও পড়ুন: কলকাতা পুরভোটে নিরাপত্তা কেমন? কমিশনের কাছে জমা পড়ল ব্লু প্রিন্ট
এক কোটির বেশি আবেদন
এই পরীক্ষার জন্য এক কোটির বেশি প্রার্থী অংশ নিয়েছিলেন। সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ৩৫,২৮১। বিভিন্ন রকম পদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে টাইমকিপার, ট্রেন ক্লার্ক, টিকিট ক্লার্ক, ক্লার্ক-কাম-টাইপিস্ট।
আরও পড়ুন: কিডনি স্টোনের আশঙ্কা কমায়-ইমিউনিটি বাড়ায় কমলালেবু, রয়েছে আরও অনেক গুণ
পরীক্ষার্থীরা দীর্ঘদিন ফল (RRB NTPC Results)-এর ধরে অপেক্ষা করছিলেন। কবে ফল (RRB NTPC Results) প্রকাশ হয়, সে জন্য অনেকদিন তাঁরা অপেক্ষায় ছিলেন। বলা যেতে পারে তা অবসান হতে চলল। দিন কয়েক পরই তা প্রকাশিত হতে চলেছে।
আরও পড়ুন: এই ভাবে কানের ময়লা বের করেন? পর্দা ফাটতে পারে যে কোনও মুহূর্তে!
সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন।