আজ, সোমবার থেকে শুরু হয়ে গেল আপার প্রাইমারির কাউন্সেলিং। সকাল ৯টা থেকে কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছে সল্টলেকের করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের অফিসে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান,' প্রথম দিন কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে ৩০০ জন চাকরিপ্রার্থীকে। পরের দিন থেকে ৭০০ জন করে ডাকা হবে।'
কীভাবে চলবে কাউন্সেলিং?
কমিশনের ওয়েবসাইট থেকে 'কললেটার' ডাউনলোড করতে পারছেন চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯। ২০১৬ সালের প্যানেলভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তারপর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং।
-কললেটার ও যাবতীয় নথিপত্র নিয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিসের বাইরে দাঁড়াতে হবে চাকরিপ্রার্থীদের।
- লাইনে দাঁড়ানো সব প্রার্থীকে অফিসে বসানো হবে। তার পর 'ওয়েটিং রুমে' তাঁরা যাবেন।
- প্রার্থীদের নথি যাচাই করা হবে 'ভেরিফিকেশন' টেবিলে। সেখানে তাঁদের যাবতীয় শংসাপত্র খতিয়ে দেখা হবে। একাধিক ওয়েটিং টেবিল আছে অফিসে।
-নথি যাচাইয়ের পর অপেক্ষা করবেন ওয়েটিং রুমে। মোট ৬টি ওয়েটিং রুম আছে।
- ওয়েটিং রুমে টিভিতে দেখানো হবে কোন স্কুলে কত শূন্যপদ রয়েছে।
- তা দেখে প্রার্থী ঠিক করবেন কোন স্কুলের জন্য আবেদন করবেন।
-'ওয়েটিং রুম' থেকে প্রার্থীদের মূল কাউন্সেলিং ঘরে যেতে হবে। প্রার্থী প্রয়োজনীয় নথি দেওয়া হবে।
- প্রার্থীরা নিজেদের পছন্দের স্কুলে সম্মতিপত্র পাবেন। আদালত অনুমতি দিলে সুপারিশপত্র দেবে এসএসসি।
উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় ওয়েটিংয়ে রয়েছেন ১৩,৩৩৪ জন চাকরিপ্রার্থী। ৯ হাজার প্রার্থীর কাউন্সেলিং হবে।