কলেজে চাকরির জন্য প্রতি বছর বহু ছেলেমেয়ে সেট পরীক্ষায় বসেন। রাজ্যের ভিত্তিতে হওয়া এই পরীক্ষায় এবার বিশেষ বদল এসেছে। এতদিন এই পরীক্ষার প্রশ্নপত্র সাধারণত ইংরেজিতে হত। এবার থেকে বেশিরভাগ বিষয়ের প্রশ্নপত্র বাংলায় করা হচ্ছে। গতবার থেকেই সেট পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় করার চেষ্টা করছিল কলেজ সার্ভিস কমিশন। আর এবার নজিরবিহীনভাবে সেট পরীক্ষার ১৬ থেকে ১৭টি বিষয়ে প্রশ্নপত্র বাংলায় করছে কলেজ সার্ভিস কমিশন।
এবার হিউম্যানিটিস ও সোশ্যাল সাইন্সের প্রশ্নপত্রগুলি বাংলায় হচ্ছে। থাকবে ইংরেজিও। মোট ৩৩ টি বিষয় সেট পরীক্ষা নেবে কলেজ সার্ভিস কমিশন। যার মধ্যে ৫০ শতাংশেরও বেশি বিষয়ের প্রশ্নপত্র বাংলাতেই এবার করছে কমিশন। এমনটাই কমিশন সূত্রে খবর। অন্যদিকে রবিবারের সেট পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কমিশনের। কমিশন সূত্রে খবর এবারে সেট দিতে চলেছেন প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী।
এবার মোট ১০৮ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে ১৬টি কেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ৯২ টি কলেজ। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য একগুচ্ছ নির্দেশিকা-সহ গাইডলাইন দিয়েছে কলেজ সার্ভিস কমিশন। বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে রেজিস্টার এবং কলেজগুলির ক্ষেত্রে কলেজের অধ্যক্ষদের ওপর পরীক্ষা পরিচালনার মূল দায়িত্বভার থাকবে।
কমিশন সূত্রে খবর, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কলেজ সার্ভিস কমিশনের দুজন করে অবজারভার দায়িত্বে থাকবেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সেই জেলার সংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বিশেষ দায়িত্বে থাকবেন। প্রশ্নপত্র খোলা, বিতরণ সবই তারই তত্ত্বাবধানে হবে।
কিছু পরীক্ষাকেন্দ্রে পুলিশ মোতায়েন করার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের কমিশনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে। প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-রক্ষাকবচ আর নেই, অভিষেক-শ্যালিকার মামলা খারিজ হাইকোর্টে