scorecardresearch
 

SSC CGL Tier 1 Result 2020 এসএসসি সিজিএল ২০২০ রেজাল্ট এখান থেকে করতে পারবেন ডাউনলোড

SSC CGL Tier 1 Result 2020: ওই পরীক্ষা (SSC CGL Tier 1 2020) নেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। আর ফল প্রকাশিত হতে চলেছে আগামী মাসে মানে ডিসেম্বরে।

Advertisement
এসএসসি সিজিএল টিয়ার-১-এর ফল তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে এসএসসি সিজিএল টিয়ার-১-এর ফল তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে
হাইলাইটস
  • স্টাফ সিলেকশন কমিটি (এসএসসি)-এর কম্বাইন্ড গ্র্যাডুয়েট লেভেল পরীক্ষা ২০২০-এর ফল সামনের মাসে প্রকাশিত হতে পারে
  • আয়োগ পরীক্ষার ফলের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে
  • যার তথ্য সরকারি ওয়েবসাইটে রয়েছে

SSC CGL Tier 1 Result 2020: স্টাফ সিলেকশন কমিটি (এসএসসি বা SSC)-এর কম্বাইন্ড গ্র্যাডুয়েট লেভেল পরীক্ষা ২০২০-এর ফল (SSC CGL Tier 1 Result 2020) সামনের মাসে প্রকাশিত হতে পারে। আয়োগ পরীক্ষার ফলের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। যার তথ্য সরকারি ওয়েবসাইটে রয়েছে। 

সেপ্টেম্বরে পরীক্ষা হয়েছিল
ওই পরীক্ষা (SSC CGL Tier 1 2020) নেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। আর ফল প্রকাশিত হতে চলেছে আগামী মাসে মানে ডিসেম্বরে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট ssc.nic.in থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। সেখানে রেজাল্টের তারিখের ব্যাপারে জানা যাবে।

আরও পড়ুন: Ola-Uber-কে টেক্কা দিতে কলকাতার অ্যাপ-ক্যাব চালকেরা আনলেন ryde!

এসএসসি সিজিএল টিয়ার-১ ২০২০-এর ফল (SSC CGL Tier 1 Result 2020) দেখার সহজ উপায়-

  • প্রথম পদক্ষেপ- সবার আগে সরকারি ওয়েবসাইট ssc.nic.in দেখুন
  • দ্বিতীয় পদক্ষেপ- হোমপেজে দেখা যাবে রেজাল্ট ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন (লাইভ হওয়ার পর)
  • তৃতীয় পদক্ষেপ- লগ ইন পেজে গিয়ে নিজের ক্রেডেনশিয়াল দিন আর তার সাবমিট করুন
  • চতুর্থ পদক্ষেপ- স্কোরকার্ড স্ক্রিনে চলে আসবে, সেটি ডাউনলোড করুন
  • পঞ্চম পদক্ষেপ- নিজের স্কোরকার্জের প্রিন্টআউট নিজের কাছে রেখে দিন

ওয়েবসাইটে জারি করা নোটিশ থেকে জানা যাচ্ছে, টিয়ার ১-এর ফল (SSC CGL Tier 1 Result 2020) ১১ ডিসেম্বর প্রকাশিত হবে। আগে এই দিনটি অন্য় ছিল। তা ছিল, ৩১ ডিসেম্বর তা প্রকাশ করা হবে। পরে তা বদলে করা হয়েছে ১১ ডিসেম্বর। 

যে প্রার্থীরা টিয়ার ১-এর ধার পার করবেন, তাঁরা টিয়ার ২-এর জন্য বসতে পারবেন। এসএসসি সিজিএল টিয়ার ২ ২০২০ পরীক্ষা তারিখ এবং অ্যাডমিট কার্ডের ব্য়াপারে তথ্য পাওয়ার জন্য সরকারি ওয়েবসাইট দেখুন। সেখানে সব জানিয়ে দেওয়া হবে। 

রেজাল্টের ব্যাপারে আরও তথ্য পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

Advertisement

 

Advertisement