SSC CHSL Tier 1 Final Answer Key 2021 : ফাইনাল আনসার কি প্রকাশিত, এভাবে ডাউনলোড করুন

SSC CHSL Tier 1 Final Answer Key 2021 Published: স্টাফ সিলেকশন কমিশনের এস এস সি সি এইচ এস এল টিয়ার ১ (SSC CHSL Tier 1) ২০২০-২১ পরীক্ষার ফাইনাল আনসার কি (SSC CHSL Tier 1 Final Answer Key 2021) প্রকাশ করে দেওয়া হয়েছে। এখন তারা সরকারি ওয়েবসাইট থেকে তা দেখে নিতে পারবেন।

Advertisement
SSC CHSL Tier 1-এর ফাইনাল আনসার কি প্রকাশিত, এভাবে ডাউনলোড করুনস্টাফ সিলেকশন কমিশনের এস এস সি সি এইচ এস এল টিয়ার ১ ২০২০-২১ পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশ করে দেওয়া হয়েছে
হাইলাইটস
  • স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার্থীদের জন্য ভাল খবর
  • কমিশনের এস এস সি সি এইচ এস এল টিয়ার ১ ২০২০-২১ পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশ করে দেওয়া হয়েছে
  • এখন তারা সরকারি ওয়েবসাইট থেকে তা দেখে নিতে পারবেন

SSC CHSL Tier 1 Final Answer Key 2021 Published: স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার্থীদের জন্য ভাল খবর। স্টাফ সিলেকশন কমিশনের এস এস সি সি এইচ এস এল টিয়ার ১ (SSC CHSL Tier 1) ২০২০-২১ পরীক্ষার ফাইনাল আনসার কি (SSC CHSL Tier 1 Final Answer Key 2021) প্রকাশ করে দেওয়া হয়েছে। এখন তারা সরকারি ওয়েবসাইট থেকে তা দেখে নিতে পারবেন। এর জন্য ssc.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

এর পাশাপাশি সেখান থেকে আনসার কি (SSC CHSL Tier 1 Final Answer Key 2021) ডাউনলোড করা যেতে পারে। সরকারি নোটিশে বলা হয়েছে, পরীক্ষা পদ্ধতিতে আরও ভালো করতে এবং প্রার্থীদের আরও সুবিধার জন্য প্রশ্নপত্রের সাথে ফাইনাল উত্তরপত্র দিয়ে দেওয়া হয়েছে।

এস এস সি সি এইচ এস এল টিয়ার ১ (SSC CHSL Tier 1) ২০২০-২১ পরীক্ষার ফাইনাল আনসার কি (SSC CHSL Tier 1 Final Answer Key 2021) কীভাবে ডাউনলোড করা হবে-

  • প্রথমে যেতে হবে সরকারি ওয়েবসাইটে, সেটি হল ssc.nic.in
  • তারপরে হোমপেজে আসবে, সেখানে আনসার কি লিঙ্কে ক্লিক করুন
  • এবার একটা নতুন পেজ খুলে যাবে
  • তখন নিজের লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করুন
  • প্রশ্নপত্র এবং আনসার কি স্ক্রিনে চলে আসবে, সেই লিঙ্ক স্ক্রিনে দেখতে পারবেন, ওপেন করুন
  • তারপর আনসার কি (SSC CHSL Tier 1 Final Answer Key 2021) ডাউনলোড করে রেখে দিন

আনসার কি (SSC CHSL Tier 1 Final Answer Key 2021) ৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সরকারি ওয়েবসাইটে থাকবে। এস এস সি সি এইচ এস এল পরীক্ষা হয়েছিল চলতি বছরের ১২ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। দেশে বিভিন্ন জায়গায় পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, জেএসএ-সহ আরও বিভিন্ন পদে ভর্তির জন্য অনলাইনে পরীক্ষা হয়েছিল। ফলাফল ২৭ অক্টোবর প্রকাশিত হয়েছে।

ফাইনাল আনসার কি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

POST A COMMENT
Advertisement