Tet Eligibility West Bengal : টেট-এ বসার যোগ্যতায় বদল আনল পর্ষদ, এবার কারা পরীক্ষা দিতে পারবেন?

Tet Form Fill Up : টেট (Wb Tet 2022)-এ বসার যোগ্যতা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১২ তারিখ, বুধবার সন্ধে নাগাদ নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় কিছু রদবদল করা হয়।

Advertisement
টেট-এ বসার যোগ্যতায় বদল আনল পর্ষদ, এবার কারা পরীক্ষা দিতে পারবেন?টেট
হাইলাইটস
  • টেট (Wb Tet 2022)-এ বসার যোগ্যতা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ
  • এর আগে  ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে টেট-এ যাঁরা বসতে চান, তাঁদের কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা জানিয়েছিল পর্ষদ

টেট (Wb Tet 2022)-এ বসার যোগ্যতা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১২ তারিখ, বুধবার সন্ধে নাগাদ নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় কিছু রদবদল করা হয়। প্রসঙ্গত, এর আগে  ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে টেট-এ যাঁরা বসতে চান, তাঁদের কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা জানিয়েছিল পর্ষদ। কিন্তু, নয়া বিজ্ঞপ্তিতে এই নিয়ম শিথিল করা হয়েছে। 

নয়া নির্দেশিকায় কী বলা হয়েছে? 
 
নয়া নির্দেশিকার প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, যাঁরা ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন কিংবা B.El.Ed বা B.Ed-এ ভরতি হয়েছেন, তাঁরাও পরীক্ষায় বসার জন্য সমানভাবে যোগ্য। আবার এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচিলার্স ডিগ্রি-পর্যায়ের পড়ুয়ারাও প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। 

আরও পড়ুন : Wb Tet 2022 Exam Primary Tet Gautam Paul : 'TET পাশ করলেই স্কুলে চাকরি নয়', ঘোষণা পর্ষদ সভাপতির
 

তবে এর আগে ২৯ সেপ্টেম্বর যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে পর্ষদ জানিয়েছিল, কেবম মাত্র ডিপ্লোমা বা ডিগ্রিধারীরাই আবেদনের যোগ্য। এছাড়া যাঁরা পরীক্ষা পরীক্ষা দিয়েছেন তাঁরা শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ Tet পরীক্ষায় বসতে পারবেন। তবে নয়া নির্দেশিকায় সেই নিয়ম শিথিল করা হল। 

নয়া বিজ্ঞপ্তি
নয়া বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, পর্ষদ সভাপতি  গৌতম পাল জানিয়েছেন, ২০১৬ সালে শিক্ষাবিভাগ যে আইন প্রণয়ন করেছে সেই মোতাবেক নিয়োগ হবে। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে যাঁরা আন্দোলন করছেন তাঁদেরও বার্তা দেন পর্ষদ সভাপতি। তিনি বলেন, 'যাঁরা আন্দোলন করছেন, তাঁদের প্রতি সহমর্মিতা রয়েছে। তাঁদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিন।

আরও পড়ুন : Tet 2022 Notification Exam Date Syllabus Eligibility 2022: TET-এর সিলেবাস, কত নম্বর পেতে হবে, অঙ্ক-ইংরেজি থাকবে, নেগেটিভ মার্কিং আছে? জানুন


তম পাল বলেন, ২০১৪ ও ২০১৬ সালে যাঁরা পাশ করেছেন তাঁদের ২১ তারিখ থেকে রেজিস্ট্রেশন হবে। তিনি চেষ্টা করবেন যাতে এবারই নিয়োগ করানো যায়।

Advertisement

 

POST A COMMENT
Advertisement