UPSC, IAS-সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউতে নানা ধরনের প্রশ্ন করা হয়। তবে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলি সচারচর করা হয়ে থাকে। বলা যেতে পারে, এই প্রশ্নগুলোর মুখোমুখি হতেই হয় চাকরি প্রার্থীদের। সেই প্রশ্নগুলি অতি সাধারণ। জবাবও সহজ হয়। তবে এই প্রশ্নগুলোর উত্তর থেকে পরীক্ষার্থীর বডি ল্যাঙ্গুয়েজ, তাঁর উপস্থিত বুদ্ধি ইত্যাদি পরখ করে নিতে চান পরীক্ষকরা।
একনজরে দেখে নেওয়া যাক, কী কী প্রশ্ন সচারচর পরীক্ষার্থীদের করা হয়-
মূলত মানসিক জোর, সাধারণ জ্ঞান, সামাজিক শিষ্টাচার এবং প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষা করার জন্য সাধারণ কিছু প্রশ্ন করা হয়। বিষয় ভিত্তিক প্রশ্ন সব পরীক্ষার্থীকে কমবেশি করা হয়। তবে বিষয়ভিত্তিক প্রশ্নের আগে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের।
আরও পড়ুন : Interview Questions: ভারত-চিন বর্ডারে একটি মুরগি ডিম পাড়লে তা কোন দেশের হবে? জানুন উত্তর
প্রশ্ন : আপনার সম্পর্কে সংক্ষেপে বলুন
প্রশ্ন : আপনার শহর সম্পর্কে বলুন
প্রশ্ন : আপনার নামের অর্থ কি
প্রশ্ন : আপনার পরিবার সম্পর্কে আমাদের বলুন
আরও কী কী প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার ?
আরও পড়ুন : Interview Questions : কোন প্রাণী দুধ ও ডিম দুটোই দেয়? রইল উত্তর
প্রশ্ন : আপনি স্কুল/কলেজ জীবনে কোন বিষয়গুলি পড়াশোনা করেছেন করেছেন?
প্রশ্ন : প্রশাসনিক কাজ বা সরকারি চাকরিতে আপনি একজন যোগ্য ব্যক্তি বলে কেন নিজেকে মনে করেন?
প্রশ্ন : আপনার সবথেকে প্রিয় জিনিস কী ? অবসরে কী করতে ভালোবাসেন?
প্রশ্ন : স্কুল/কলেজের সময় আপনি কী ধরনের প্রজেক্ট করেছেন? প্রশ্ন : আপনি কি নিজেকে একজন সাধারণ ছাত্র বলবেন? কেন?